কোন দেশের মানুষ আমরা
কোন দেশেতে থাকি
আপন ফেলে পরকে আমরা
আপন বলে ডাকি।
আপন নিয়ে ঘর বাঁধি না
পর নিয়ে বাঁধি ঘর
কেইবা আপন কেইবা পর
ঝগড়া করি পরস্পর।
আপনকে ভাই দূরে ঠেলি
পরকে করি অন্তর
সবাই আপন এ দুনিয়ায়
আমিই শুধু পর।
আপন পরের নেই ভেদাভেদ
সকল মানুষ সমান
একই মায়ের গর্ভে আমরা
আদমের সন্তান।
ধর্মে জাতে সবাই পৃথক
রক্তে মাংসে এক
হিংসা-দ্বেষে ঘৃণা করি
পথে মারি ঠেক।
আপনার কবিতাগুলো ব্যক্তিগত ভাবে আমার কাছে অনেক ভালো লাগে। আপনি এইভাবে কবিতা লিখতে থাকেন ভবিষ্যতে কিছু করতে পারবেন।