আপন পর

10 36
Avatar for Adnan334
4 years ago

কোন দেশের মানুষ আমরা

কোন দেশেতে থাকি

আপন ফেলে পরকে আমরা

আপন বলে ডাকি।

আপন নিয়ে ঘর বাঁধি না

পর নিয়ে বাঁধি ঘর

কেইবা আপন কেইবা পর

ঝগড়া করি পরস্পর।

আপনকে ভাই দূরে ঠেলি

পরকে করি অন্তর

সবাই আপন এ দুনিয়ায়

আমিই শুধু পর।

আপন পরের নেই ভেদাভেদ

সকল মানুষ সমান

একই মায়ের গর্ভে আমরা

আদমের সন্তান।

ধর্মে জাতে সবাই পৃথক

রক্তে মাংসে এক

হিংসা-দ্বেষে ঘৃণা করি

পথে মারি ঠেক।

7
$ 0.03
$ 0.03 from @TheRandomRewarder
Sponsors of Adnan334
empty
empty
empty
Avatar for Adnan334
4 years ago

Comments

আপনার কবিতাগুলো ব্যক্তিগত ভাবে আমার কাছে অনেক ভালো লাগে। আপনি এইভাবে কবিতা লিখতে থাকেন ভবিষ্যতে কিছু করতে পারবেন।

$ 0.00
4 years ago

ধন্যবাদ আপনাকে সাপোর্ট করার জন্য। আশা করি সবসময় এরকম সাপোর্ট করবেন। ধন্যবাদ

$ 0.00
4 years ago

অন্য কবিতাগুলোর মতো এই কবিতাটিও অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আপন-পর কবিতাটি পড়তে গিয়ে স্টার জলসার কে আপন কে পর সিরিয়াল এর কথা মনে পড়ে গেলো ভাই😂😂।কিন্তু আপনার কবিতাটি সত্যিই অসাধারন হয়েছে ভাইয়া।

$ 0.00
4 years ago

ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামতের জন্য। আমরা পৃথিবীর সবাই এক আদমের সন্তান সেটাই বোঝানো হয়েছে কবিতায়।

$ 0.00
4 years ago

হুম৷ অনেক শিক্ষনীয় এবং গুরুত্বপূর্ণ বিষয় ফুটে উঠেছে কবিতাটির মধ্যে দিয়ে।

$ 0.00
4 years ago

কখনো আপন পর হয়ে যায় আবার পর আপন হয়ে যায়।সবই পরিস্থিতিরর উপর নীর্ভর করে।

$ 0.00
4 years ago

ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

$ 0.00
4 years ago

আপন কখনো পর হয়না।আর পর কখনো আপন হয়না।এটাই দুনিয়ায় রীতি। আমাদের সবার উচিত সবার সাথে মিলে মিশে থাকা।

$ 0.00
4 years ago

Ha, ak adomer sontan mora ,sobai apon. Aksathe milemise thakte Hobe.

$ 0.00
4 years ago

হা ঠিক বলেছেন ভাই।

$ 0.00
4 years ago