ঘুড়ি

20 27
Avatar for Adnan334
3 years ago

বাংলাদেশের মানুষের বিভিন্ন শখের মধ্যে বিশেষ একটি শখ হচ্ছে ঘুড়ি ওড়ানোর ৷ বাংলাদেশের প্রায় সকল মানুষের পছন্দ ঘুড়ি৷ কেউ বা ঘুড়ি ওড়ানোর আনন্দ পায় কেউ আবার ঘুড়ি ওড়ানো দেখে দেখে আনন্দ পায়৷ এদেশের সব বয়সের মানুষ ঘুড়ি ওড়ানো পছন্দ করে ৷ শিশু থেকে বৃদ্ধ সবাই ঘুড়ি ওড়ানো পছন্দ করে ৷ সবুজ শ্যামল পল্লী গাঁয়ের শিশুরা বৃদ্ধরা পর্যন্ত ঘুড়ি বানাতে পারে ৷ যারা ঘুড়ি বানাতে পারে না তারা ক্রয় করে ৷ নানা রঙের ঘুড়ি হয়৷ এই রঙিন ঘুড়ি গুলো আবার বিভিন্ন ডিজাইনের হয় ৷ একেক অঞ্চলের মানুষ একেক নামে চিনে ঘুড়ি গুলোকে ৷ পল্লী গাঁয়ের ছেলেরা খোলা বিশাল মাঠে ঘুড়ি ওড়ায় মনের আনন্দে৷ কখনো ঘুড়ি গুলো সুতো ছিড়ে চলে যায় অন্য গ্রামে তখন সবাই মিলে পিছু নেয় ঘুড়ির ৷ জ্যৈষ্ঠ আষাঢ় মাসে ঘুড়ি ওড়ানোর উত্তম সময়৷ জ্যৈষ্ঠ আষাঢ় মাসে বিকেল বেলায় মাঠ ভর্তি লোক হয়ে যায় ঘুড়ি ওড়ানোর আনন্দে৷ শুধু যে গ্রামের মানুষ ঘুড়ি ওড়ায় তা কিন্তু না ৷ইট পাথরে ঘেরা শহরের ছেলেরাও বিভিন্ন রঙিন ঘুড়ি ওড়ায় ৷ তারা লাটাই হাতে নিয়ে রঙিন সুতোয় রঙিন ঘুড়ি ওড়ায় বাসার ছাঁদে ৷ সবাই একত্রিত হয়ে রঙিন ঘুড়ি ওড়ায় এবং একে অন্যের ঘুড়ির সুতো কাটার প্রতিযোগিতায় নামে ৷ কোনো কোনো এলাকায় বিশাল বিশাল ঘুড়ি তৈরি করে লোকজন সেটা দেখার জন্য ভিড় জমায় ৷ঘুড়ি একটি শখের জিনিস হলেও অনেকে ঘুড়ি বিক্রি করে তাদের সংসার চালায়৷ ঘুড়ি ওড়ানো বাংলাদেশের মানুষের কাছে খুবই আনন্দময় মুহুর্ত ৷

13
$ 0.00
Sponsors of Adnan334
empty
empty
empty

Comments

আহ ছোট বেলার কথা মনে করিয়ে দিলেন।ঘুড়ি তো একদম রক্তের সাথে মিশে আছে।ছোটবেলায় স্কুল থেকে এসেই বিকেলের জন্য ওয়েট করতাম কারন বিকেল ছাড়া তো ঘুড়ি উড়ানোর মজা নেই।মাঝেমধ্যে তো উপরের দিকে তাকিয়ে তাকিয়ে ঘুড়ি উড়াতে গিয়ে গাছের সাথে বারি খেয়ে নাক ফাটাই পেলছি।ধন্যবাদ খুব ভালো পোস্ট শৈশবকে মনে করিয়ে দেওয়ার জন্য আবারো ধন্যবাদ।

$ 0.00
3 years ago

ছোট বেলার খুব শখের বিষয় ছিলো ঘুড়ি। যত বড় হয়েছি আগ্রহ তত কমে গেছে। এখন আর আগের শেই ভাল লাগাটা কাজ করেনা।

$ 0.00
3 years ago

ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য৷ ঘুড়ি ওড়ানো সবারই ভালো লাগে বড় হয়ে কাজের চাপে কিছুটা আগ্রহ কমে গেলেও ঘুড়ি সবাই পছন্দ করে৷

$ 0.00
3 years ago

সত্যই বলেছেন ভাই ছোটবেলায় খুব শখের বিষয় ছিল আমার এই ঘুড়ি।।। যত বড় হয়ে যাচ্ছি আগ্রহ তত কমে যাচ্ছে সত্যই এখন আর সেই ভালোলাগাটা কাজ করো না।।।

$ 0.00
3 years ago

ঘুড়ি আমাদের বাংলাদেশ এর একটি ঐতিহ্যবাহী জিনিস।এটি আকাশে উড়াতে সবাই পছন্দ করেন।

$ 0.00
3 years ago

সকল বয়সের লোকেরা ঘুড়ি বানাতে এবং উড়াতে পছন্দ করে ৷ ঘুড়ি বাঙালির সংস্কৃতিতে মিশে আছে৷

$ 0.00
3 years ago

হ্যাঁ ঠিকই বলেছেন ঘুড়ি আমাদের বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী একটি জিনিস।।। হ্যা সত্যই বলেছেন এই ঘড়ি আকাশে উড়াতে সবাই ভালবাসে।। আমি অনেক ভালবাসি এই ঘুড়ি আকাশে উড়াতে।।।

$ 0.00
3 years ago

ছোটবেলা সবচেয়ে শখের জিনিস ছিল ঘুড়ি।শুধু ছোটবেলায় কেন অবসর সময়ে বড় মানুষে রা ও আকাশে ঘুড়ি উড়ায়।এটা একটা শখের বিষয়।

$ 0.00
3 years ago

ঘুড়ি বাঙালির সংস্কৃতিতে মিশে আছে৷ সকল বয়সের লোক ঘুড়ি পছন্দ করে৷ ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য৷

$ 0.00
3 years ago

Everyone likes this kite. In this home quarantine, everyone flies this worm in their leisure time. It feels really good. Time goes by like this.

$ 0.00
3 years ago

এখন আকাশে তাকালেই ঘুরি চোখে পরছে।সবাই আকাশে ঘুরি উড়াচ্ছে, ভালো লাগছে দেখতে।

$ 0.00
3 years ago

ঘুড়ি আমার খুব পছন্দের জিনিস।।। আমি ঘুড়ি ওড়াতে খুব ভালোবাসি।। আমি ছোটবেলায় অনেক ঘুড়ি উড়িয়েছি।। এখন বড় হয়েছি সেই সখ টা নেই বললেই চলে।।।।

$ 0.00
3 years ago

আমাদের বাংলাদেশী সংস্কৃতিতে ঘুড়ি একটি অন্যতম জিনিস। ঘুড়ি উড়ানো সকলেরই খুব পছন্দের। বিশেষ করে বাচ্চারা খুব পছন্দ করে ঘুড়ি উড়াতে।

$ 0.00
3 years ago

ঘুড়ি আমার খুব পছন্দের ঘুড়ি ওড়াতে আমি খুব ভালোবাসি।।। আমি বাংলাদেশের নাগরিক।।তাই বাংলাদেশের যারা বাস করে তারা সবাই জানে ঘুড়ি আমাদের কতটা প্রিয়।।।।

$ 0.00
3 years ago

সত্যি বলতে আমি এই বছর ঘুড়ি উড়িয়েছি।।। আসলেই খুবই একটা মজার এই মুহূর্তটা।।। এখনকার সময় ঘুড়ি ওড়ানোর একটি মৌসুম যাচ্ছে।।। ঘুড়ি ওড়াতে আসলেই আমার খুবই ভালো লাগে।।।

$ 0.00
3 years ago

আপনার আর্টিকেলটি পড়ে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল।।। আসলে কতই না মজা করতাম সেই দিনগুলোতে।।। ঘুড়ি উড়ানোর জন্য পাগল ছিলাম।।। যে ঘুড়ি বানাতে পারত তার পিছন পিছন সবসময় লেগে থাকতাম।।

$ 0.00
3 years ago

This article is very unique. Kite flying is very enjoyable for all. When my childhood I love flying kite.

$ 0.00
3 years ago

ছোটবেলা থেকে আমাদের ঘুড়ি ওড়াতে খুবই ভালো লাগে। এই সময়টা ঘুড়ি ওড়ানোর জন্য পারফেক্ট একটা সময়। আকাশে যখন রংবেরঙের ঘুড়ি ওড়ে তখন তার সৌন্দর্যটা আরো বেশি ফুটে ওঠে।

$ 0.00
3 years ago

তবে এই বছর আমি ঘুড়ি উড়াতে পারিনি বলে খুবই দুঃখিত। আশা করছি সামনের বছর অবশ্যই ঘুড়ি উড়াবো এবং অনেক মজা করব। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি লেখা দেয়ার জন্য।

$ 0.00
3 years ago

আমার এখনো মনে পড়ে ছোট বেলায় ঘুড়ি উড়াতাম চকে গিয়ে। ঘুড়ু উড়ানোর জন্য বিকেল হলেই চলে যেতাম চকে আর সবাই মিলে আনন্দ সহকারে ঘুড়ি উড়াতাম।

$ 0.00
3 years ago