হযরত মুহাম্মদ (স)

3 26
Avatar for Abir111
3 years ago

হযরত মুহাম্মদ (স) শ্রেষ্ঠ নবী। তিনিই ছিলেন মুসলিম উম্মাহের শেষ নবী। শত বাধা বিপত্তি থাকা সত্ত্বেও তিনি ইসলাম প্রচার করে গেছেন।

হযরত মুহাম্মদ (স) মক্কার প্রসিদ্ধ কুরাইশ বংশে ৫৭০ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবদুল্লাহ এবং মাতার নাম আমিনা। তার জন্মের পূর্বেই পিতা ইন্তেকাল করেন। তার দাদা ও চাচা তার প্রতি খুব সদয় ছিলেন। তারাই তাকে লালন পালন করেছিলেন। হযরত মুহাম্মদ (স) ছিলেন ছোটবেলা থেকেই বুদ্ধিমান এবং বিশ্বাসী। তিনি সদা সত্য কথা বলতেন বরং কখনোই মিথ্যার আশ্রয় নিতেন না। যার জন্য সবাই তাকে পছন্দ করতো এবং ভালোবাসতেন। হযরত মুহাম্মদ (স) কে ওইসময় আল-আমীন উপাধি দেওয়া হয়েছিলো।

২৫ বছর বয়সে তিনি খাদিজা কে বিবাহ করেন। মুহাম্মদ (স) সবসময় আল্লাহর সৃষ্টি সম্পর্কে চিন্তা করতেন। সত্য আবিস্কারের জন্য তিনি অধিকাংশ সময় হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকতেন। অবশেষে তিনি সত্য খুজে পেলেন এবং সবার কাছে সেই সত্য প্রচার করা শুরু করলেন। তিনি প্রচার করতে থাকতেন 'আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ (স) তার নবী।

তিনি ৬৩ বছর বয়সে ইন্তেকাল করেন। হযরত মুহাম্মদ (স) আমাদের আদর্শ। তিনি সব যুগের সব মানুষের সেরা।

7
$ 0.00

Comments

হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী এবং প্রিয় নবী, কলিজার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

$ 0.00
3 years ago

হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবনের প্রিয় ব্যক্তিত্ব। তাঁর দেখানো পথে আমাদের চলা উচিত।

$ 0.00
3 years ago

আপনি অনেক সুন্দর লিখেছেন। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান পোষ্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।আমি আসলে কোন কিছুই জানিনা কারণ আমি হিন্দু। তারপর ও ভালো লাগলো লেখাগুলা পড়ে।

$ 0.00
3 years ago

শেষের আগের লাইনটা পড়ে অনেক মজা পাইছি। এগুলো জানতে গেলে কি এখন মুসলিম হওয়া লাগে।? এমনিতেই তো যারা একটু পড়াশোনা করে তারা এইগুলো সম্পর্কে ভালোই জানে...

$ 0.00
3 years ago

হযরত মুহাম্মদ (সঃ) তিনি শেষ যামানার নবিজী, আমরা তার উম্মত।তিনি স্রেষ্ঠ মানব।তার কোন তুলনা হয়না।আল্লাহর প্রিয় বান্দা তিনি।

$ 0.00
3 years ago

হযরত মুহাম্মদ (সাঃ) শেষ নবী ও রাসূল। আমরা হলাম তার উম্মত। তিনি সকল মানুষের থেকে উত্তম ছিলেন। আল্লাহ তা আালার প্রিয় বান্দা ছিলেন তিনি।

$ 0.00
3 years ago

হযরত মুহাম্মদ (স) এমন একজন নবী ছিলেন যিনি সর্বদা সত্যের পথে চলছে এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন. আমাদের সকলের উচিত তার দেখানো পথে এগিয়ে যাওয়া

$ 0.00
3 years ago

হযরত মুহাম্মদ (স) সর্বকালের শ্রেষ্ঠ মানব। তিনি আমাদের শেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। তিনি আমাদের আদর্শ। আমাদের প্রত্যেকের উচিত তার সকল নির্দেশ ও বিধি-নিষেধ মেনে চলা এবং তার নির্দেশিত পথে চলা।

$ 0.00
3 years ago

আমরা ঠিক আছে অনেক শিক্ষামূলক এবং অনেক ধর্মীয় মূলক।।। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এমন একটি সুন্দর আর্টিকেল শেয়ার করার জন্য।।।।

$ 0.00
3 years ago

আশা করি এটা কি সব মুসলমান ভাইদের ভালো লাগবে এই আর্টিকেলটি শেয়ার করে অনেক তথ্য জানা যায় ইসলাম ধর্ম সম্পর্কে।।। ধন্যবাদ আপনাকে এই আর্টিকেলের জন্য।।।

$ 0.00
3 years ago

আমাদের ভালোবাসার নবী। আল্লাহ্ যাকে পাঠিয়েছেন শুধু আমাদের জন্য।আমাদের সর্বশেষ এরং সর্বশ্রেষ্ট নবী ও রাসূল।আমাদের প্রাণের নবী।

$ 0.00
3 years ago

হযরত মুহাম্মদ (স) এমন একজন নবী ছিলেন যারা আদর্শকে ঘিরে রয়েছে নানান কাহিনী। তিনি সবসময় সত্যের পথে চলেছেন এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়িয়েছে।

$ 0.00
3 years ago

আমাদের সকলের উচিত তার আদর্শকে সামনে রেখে পথ চলা এবং তার দেওয়া উপদেশ এবং নিষেধ গুলো কে সঠিকভাবে মেনে চলা। যদি আমরা এগুলো মেনে চলি তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দর হবে।

$ 0.00
3 years ago

আশা করি এটা আমাদের প্রত্যেকের জীবনে অনেক বেশি কাজে লাগবে।

$ 0.00
3 years ago

Wow this post. Hazrat Muhammad is the most popular person in the world. Thanks for sharing this information.

$ 0.00
3 years ago

হযরত মুহাম্মদ (স)একজন শ্রেষ্ঠ নবী। তিনি একজন আদর্শ ব্যক্তি। তিনি ইসলামের পথ প্রদর্শক।

$ 0.00
3 years ago