হযরত মুহাম্মদ (স) শ্রেষ্ঠ নবী। তিনিই ছিলেন মুসলিম উম্মাহের শেষ নবী। শত বাধা বিপত্তি থাকা সত্ত্বেও তিনি ইসলাম প্রচার করে গেছেন।
হযরত মুহাম্মদ (স) মক্কার প্রসিদ্ধ কুরাইশ বংশে ৫৭০ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবদুল্লাহ এবং মাতার নাম আমিনা। তার জন্মের পূর্বেই পিতা ইন্তেকাল করেন। তার দাদা ও চাচা তার প্রতি খুব সদয় ছিলেন। তারাই তাকে লালন পালন করেছিলেন। হযরত মুহাম্মদ (স) ছিলেন ছোটবেলা থেকেই বুদ্ধিমান এবং বিশ্বাসী। তিনি সদা সত্য কথা বলতেন বরং কখনোই মিথ্যার আশ্রয় নিতেন না। যার জন্য সবাই তাকে পছন্দ করতো এবং ভালোবাসতেন। হযরত মুহাম্মদ (স) কে ওইসময় আল-আমীন উপাধি দেওয়া হয়েছিলো।
২৫ বছর বয়সে তিনি খাদিজা কে বিবাহ করেন। মুহাম্মদ (স) সবসময় আল্লাহর সৃষ্টি সম্পর্কে চিন্তা করতেন। সত্য আবিস্কারের জন্য তিনি অধিকাংশ সময় হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকতেন। অবশেষে তিনি সত্য খুজে পেলেন এবং সবার কাছে সেই সত্য প্রচার করা শুরু করলেন। তিনি প্রচার করতে থাকতেন 'আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ (স) তার নবী।
তিনি ৬৩ বছর বয়সে ইন্তেকাল করেন। হযরত মুহাম্মদ (স) আমাদের আদর্শ। তিনি সব যুগের সব মানুষের সেরা।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী এবং প্রিয় নবী, কলিজার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম