পয়েন্ট সংগ্রহ

1 17
Avatar for zakia
Written by
3 years ago

your current balance is BDT 50.00. এই ধরনের একটা মেসেজ কি আমাদের সবাইকে আনন্দিত করে না?

কিংবা ইন্টারনেট ব্যালেন্স যখন 2 GB দেখায় তখন খুব ভালো লাগে তাই না?

এখানেই ধরুননা বিট পয়েন্ট বেশি দেখলে সবারই খুশি লাগে তাই না?

আচ্ছা ধরুন একটা সময় আসলো যখন আপনি আপনার লাইফ টাইমের জমানো পয়েন্ট গুলো দেখতে শুরু করলেন।

যে সময়টা এমন হবে যে এই পয়েন্টগুলোর দিকে আপনি তাকাবেন আর গুণতে থাকবেন কারণ এর উপর ডিপেন্ড করছে আপনার চিরস্থায়ী পরিণতি কী হতে যাচ্ছে। সুখের মুক্তির নাকি চির শাস্তির?

এমন একটা দিন আসবে। সত্যিই আসবে।

তাই আমাদের উচিত পয়েন্ট জমানো, ভালো কাজের পয়েন্ট।

প্রথম কয়েকদিন চেষ্টা করেন, মনকে ট্রেনিং দিন। ইন্টেনশনালি একটা দুটা করে ভালো কাজের প্রতি সচেষ্ট হোন। প্রথমে ছোট ছোট কাজ করেন। ধীরে ধীরে এটা আপনার অভ্যাসে পরিণত হবে । তখন খুব সহজেই কঠীন একটা বড় ভালো কাজ আপনি করতে পারবেন।

কিছু উদাহরণ দিই,

1-সকালে উঠে এলোমেলো না থেকে সুন্দর করে নিজেকে পরিপাটি করে নিন। চুলটা আঁচড়ে নিন। ঘুমের পোশাক ছেড়ে ভালো একটা পোষাক পরে নিন।

বলবেন এই কাজটা আমি কার জন্যে করব। এটা কোন ভালো কাজের লিস্টে পড়ে? ইয়েস! এই ভালো কাজটা আপনার নিজের জন্যে। শুরুটা হলো আপনার নিজেকে দিয়েই। নিজের শরীর মন ফ্রেশ থাকলে অন্য ভালো কাজেও আনন্দ পাওয়া যায়। এখানেও আপনার একাউন্টে পয়েন্ট জমা হবে।

2- আপনার পাশের মানুষগুলোর যত্ন নিন। হয়তো আপনার মা, বাবা, ভাই বোন, স্বামী, শ্বশুর, শাশুড়ি ইত্যাদি। আজকাল আমরা অনেকেই দায়ে না পড়লে পাশের মানুষটার প্রতি খেয়াল করি না। মাঝে মাঝে মানুষ খুব ছোট জিনিষ চায়, একটু হাসি, একটু কথা, একটু যত্ন, একটু মনোযোগ। এই ছোট কাজটা খুশি মনে করাটাই আপনার একাউন্টে এনে দেবে পয়েন্ট।

3- কেউ কোন উপকার করলে তাকে ধন্যবাদ দিন।

4- রিকশাওয়ালা, দারওয়ান, কুলি, দিনমজুর ইত্যাদি মানুষের সাথে হাসিমুখে যথাযথ সম্মান দিয়ে কথা বলুন। অনেক সময় যাস্ট আপনি করে বললেই তারা খুশি হন। এটা তাদের প্রাপ্য অধিকার।

5- কাউকে কোন মন্দ কাজ করতে দেখলে সাধ্য মতো বাঁধা দিন। ভালো কাজে সাহায্য করুন।

6- পরিচিত, অপরিচিত সবাইকে সালাম দিন।

7- হাসিমুখে মানুষের সাথে কথা বলুন।

8- যেখানেই শিক্ষণীয় কিছু পাবেন শিখার চেষ্টা করবেন।

9- সব্জী বিক্রেতা, রিকশাওয়ালা বা এ ধরনের দিন মজুরের সাথে পারিশ্রমিক নিয়ে অতিরিক্ত দর কষাকষি করবেনন। পারলে একটু বাড়িয়েই দিয়ে দিন। যদি আপনার সাধ্যে কুলোয়।

10- অসুস্থ কিংবা বয়স্ক মানুষের প্রয়োজনীয় জিনিষটা তার হাতের কাছে এনে দিন। আপনার জন্যে হয়তো খুব সহজ কিন্তু তার জন্যে এটাও কষ্টকর।

11-ঘর পরিষ্কার রাখুন, মা- বাবা, স্বামী- স্ত্রী, যে কেউই ঘরে থাকেন তার কাজে সাহায্য করুন।

12- অসুস্থ মানুষকে হাসপাতালে দেখতে যান।

13-বিনয়ী হোন। অহঙ্কার বর্জন করুন।

14- সুযোগ পেলেই মুখে মুখে তাসবীহ পড়ুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার।

  • আমার বাবা বলতেন, ভালো কাজ করে সমুদ্রে ভাসিয়ে দাও। একদিন ভাসতে ভাসতে তুমার কাছেই ফিরে আসবে।

ভালো কাজ ফিরে আসে হয়তো দুনিয়ায় নতুবা পরপারে।

এভাবেই পয়েন্ট জমান। পয়েন্টগুলোতে আবার সুদ হবে। আল্লাহর কাছে আরো অনেক বেশি করে পাবেন। বর্ধিত রুপে।

আপনার মতে কিছু সহজ ভালো কাজ কমেন্ট করুন। ভালো থাকুন।☺

4
$ 0.00
Avatar for zakia
Written by
3 years ago

Comments

Apnake subscribe korechi, back korben..

$ 0.00
3 years ago