Logic and language

0 5
Avatar for wasim
Written by
4 years ago

নিক্সের

যুক্তিবিদ্যা এবং ভাষা

ত। কাজেই সব।

জটি উল্লেখিত ছকদ্বয় দ্বারা কপি যা বােঝাতে

চেয়েছেন তা হলাে, সত্য বচন নিয়ে যুক্তি বৈধ

অবৈধ ও অবৈধ দুই-ই হতে পারে। একইভাবে মিথ্যা বচন নিয়েও যুক্তি বৈধ ও অবৈধ হতে পারে।

মিথ্যা আশ্রয়বচন ও সত্য সিদ্ধান্ত নিয়ে যুক্তি বৈধ ও অবৈধ উভয়ই হতে পারে।

যেমন আবার

, সত্য আশ্রয়বচন ও মিথ্যা সিদ্ধান্ত নিয়ে গঠিত যুক্তি সর্বদাই অবৈধ হবে। কখনই বৈধ।

কেবল

না।

হতে পারবে

নিঃসৃত সত্যতা ও বৈধতার মধ্যে পার্থক্য

between truth and validity

Defference

যেমন, সত্যতা ও বৈধতার স্বরূপ বিশ্লেষণ করলেই এদের মধ্যেকার পার্থক্য অনুধাবন করা যায়।

কিন্তু তারপরও বােঝার সুবিধার্থে এদের মধ্যকার গুরুত্বপূর্ণ কয়েকটি পার্থক্য সুনর্দিষ্টভাবে

তুলে ধরা হলাে।

প্রথমত, সত্যতা হচ্ছে বচনের বৈশিষ্ট্য। আর বৈধতা হচ্ছে যুক্তির বৈশিষ্ট্য। অর্থাৎ

F সিদ্ধান্ত বচনের ক্ষেত্রেই কেবল সত্যতা মিথ্যাত্ব আরােপ করা যায়। এককথায় কেবল বচনই সত্য বা

মিথ্যা হয়ে থাকে। অন্যদিকে বৈধতা বা অবৈধতার বিষয়টি আরােপ করা হয় যুক্তির উপর।

অর্থাৎ একমাত্র যুক্তিই বৈধ বা অবৈধ হয়ে থাকে।

দ্বিতীয়ত, একটি বচন যখন বাস্তবের অনুরূপ হয় অথবা যখন এর মধ্যে অন্তর্বিরােধ

থাকে না তখনই তা সত্য হিসেবে বিবেচিত হয়ে থাকে। অন্যথায় তা মিথ্যা হিসেবে প্রতিপন্ন

হয়। পক্ষান্তরে, আশ্রয়বচন থেকে নিয়মসঙ্গত উপায়ে যখন সিদ্ধান্ত নি: সৃত হয় তখন একটি

যুক্তি বৈধ বলে পরিগণিত হয়। অন্যথায় যুক্তিটি অবৈধ হয়ে পড়ে।

তৃতীয়ত, সত্য হওয়ার জন্য একটি বচনকে

আকারগত ও বস্তুগত উভয় দিক থেকেই

নিঃসৃত। এবং সত্য হতে হয়। অর্থাৎ সত্য হতে

হলে একটি বচনকে যেমন

1
$ 0.00
Avatar for wasim
Written by
4 years ago

Comments