Covid

0 4
Avatar for wasim
Written by
3 years ago

Covid নিয়ে সময়োপযোগী কিছু প্রশ্নের উত্তর।

আতংকিত না হয়ে সচেতন হোন।

**********"*********************

১)একজন কভিড পজিটিভ /suspected covid কভিড রোগীর সংস্পর্শে আসার কতদিনের মধ্যে লক্ষণ প্রকাশ পেতে পারে???

উত্তর:৩-১১ দিনের মধ্যে/ average ৫ দিনের মধ্যে

২)কারও শরীরে কভিড এর জীবাণু কতদিন থাকে/একজন কভিড পজিটিভ রোগীর সুস্হ হতে কতদিন লাগে??

উত্তর:১০-১৪ দিন।তবে কিছু মানুষের ক্ষেত্রে ১৮-২২ দিন ।

৩)জীবাণু ঢুকার পর সবচেয়ে বেশি Risky সময় কোনটা??

উত্তর:৭-১০ দিন।(বেশিরভাগের মৃত্যু এই সময়ে হয়)

৪)লক্ষণ প্রকাশ পাওয়ার পর কোনদিন টেস্ট করলে রিপোর্ট পজিটিভ পাব??

উত্তর:৩-৫ দিনের মধ্যে

৫)কভিড পজিটিভ রোগীর রিপোর্ট পজিটিভ আসার কতদিনের মধ্যে সে জীবাণুমুক্ত হবে??

উত্তর:৭-১০ দিনের মধ্যে

৬)কভিড পজিটিভ রোগীর রিপোর্ট পজিটিভ আসার কতদিনের মধ্যে তার রিপোর্ট নেগেটিভ হবে??

উত্তর:১০ দিনের মধ্যে হওয়ার কথা তবে অনেকের শরীরে করোনার কিছু মৃত RNA থাকতে পারে তাই ৩৭-৪২ দিন পর্যন্ত পজিটিভ থাকতে পারে।

৭) রোগীর শরীরে করোনার কিছু মৃত RNA থাকতে পারে তাই পজিটিভ হওয়ার ১০ দিন পরও অনেকের পজিটিভ থাকতে পারে।সে কি অন্যের জন্য ক্ষতিকর??

উত্তর:না।মৃত RNA infectious না।

৮)কভিড পজিটিভ হওয়ার ১০ দিন পর কি আবার টেস্ট করা উচিত??

উত্তর: যদি নেগেটিভ রিপোর্ট ছাড়া আপনার চাকরিজীবন বা জনজীবনে কোন সমস্যা হয় তাহলে করান।অন্যথায় দরকার নেই।

1
$ 0.00

Comments