2
13
অনুরোধ..
পরিবারে কারো জ্বর, সর্দি,কাশি হলেই.....
★প্রথম দিন থেকেই করুন তার জন্য আলাদা
থাকার ব্যবস্থা।
★অন্যরা তার সংস্পর্শ হতে দুরে থাকুন।
★তাকে অন্তত ১৪ দিন ঘরে রাখুন।
★পরিবারে সবাই ঘরোয়া চিকিৎসা নিন।
★নিজ উদ্দোগেই পরিবারের সকলেই পাড়া
প্রতিবেশী, আত্বিয়স্বজন বন্ধু বান্ধব হতে দুরে
থাকন।
★প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর ৫/৭ দিনের
মধ্যে সুস্থ বোধ না করলে করোনা টেষ্ট
করান।
★রিপোর্ট না পাওয়া পর্যন্ত আইসোলেশনের
সকল নিয়ন মেনে চলুন।
★রিপোর্ট পজিটিভ হলে ভয় না পেয়ে, ডাক্তারের
পরামর্শ মত চিকিৎসা নিন।
★সুস্থ বোধ করলেও ২১ দিনের পরে ফলোআপ
রিপোর্ট নেগেটিভ না আসা পর্যন্ত অন্যের
সংস্পর্শ হতে দুরে থাকুন।
★মনে রাখবেন,নিজে সুস্থ হলেন, কিন্তু নিয়ম না
মেনে অন্যের সংস্পর্শে এসে ১০ জনকে
সংক্রমিত করে দিলেন,এটি যেন না করি।
ঘরে থাকুন, সুস্ত্য থাকুন।
ধন্যবাদ।।
Nice advise