মাওলানা আতিকুল্লাহ হাফি

0 4

সত্যচেতনার উজ্জ্বল নক্ষত্র

মাওলানা আতিকুল্লাহ হাফি.

মাজলুম শায়খ আতিকুল্লাহ । বেদনায় চেহারাগুলো নীলাভ হয়ে গেছে । বৃদ্ধা মা মনসুরা তাহের পথ-চে' থাকে প্রতিদিন সন্তানের প্রতিক্ষায় । মা'সুম শিশুদের চোখপর পানি মা'কে নির্বাক করছে প্রতিক্ষণ । অব্যক্ত যন্ত্রণা নিয়ে ডুকরে কাঁদছে আপন পরিজনরা ।

পাশে দাঁড়াবে কে ?

বড়দের পাশে থাকা তরুণ আলেমরা একটু সচেতন ও হিম্মতের ঘোড়া ছুটালেই হয়তো বিষয়টা আরও আগেই আলোর মুখ দেখত ।

কিন্তু এখনো তা হয়নি ।

কেউ তার মানহাজ নিয়ে প্রশ্ন উঠায় ।

আর কোনো দলান্ধ তাঁকে রাজনৈতিক কলেবরের কারণ দর্শায় !

কেনো , কারো সহযোগিতার পূর্বে তার দলান্ধতা নিয়ে ভাবা হয় ?

তিনি একজন কওমি ঘরানার সুবিদিত লেখক, বিদগ্ধ আলেম ,

কুরআনের নিরলস খাদেম, সিরাত গবেষণায় পোক্ত লেখনীশৈলী । তারুণ্যের গৌরব ।

এই দিকটায় মাশায়েখগণের দৃষ্টি জুড়ালেও তো হয় । কিন্তু বিষয়টাকে মা'মুলি ভেবে এড়িয়ে যাচ্ছে সবাই ।

গতকাল হযরতের পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয় । ছোট ভাই এমদাদউল্লাহ বলেন — বড় ভাই মাও. আতিকুল্লাহ ৪ অক্টোবর সন্ধ্যায় সাইন্সল্যাব থেকে বাড্ডার দিকে রওয়ানা হয় , কিন্তু আজও ফেরেননি । কোথাও খুঁজে না পেয়ে ৫ অক্টোবরই থানায় ডায়েরি করেছিলেন

তার ভাই ।

পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইন প্রয়োগকারী সংস্থার কাছে নিখোঁজ মাওলানা আতিকুল্লাহর সন্ধানে সহযোগিতা কামনা করেন ।

1
$ 0.00

Comments