0
26
আজ সকাল থেকেই মনের মধ্যে এক অদ্ভুত আবদারের অভ্যুদয়ের সূচনা হয়েছে। নিজেকে কন্ট্রোলে রাখাটা বড্ড দায় হয়ে দাঁড়িয়েছে। কখন জানি নক দিয়ে বলেই ফেলি,
" ১০ ডিসেম্বর এর প্রভাতটা আমাকে ধার দিবে?"
কথা দিচ্ছি, বন্ধু হিসেবে উক্তি বিনিময় করে বিরক্তের কারণ হবো না। পথচারীর ন্যায় পাশ কেটে চলে আসবো। আর এক পলকের সূক্ষ্ম দৃষ্টিতে দুজনের উচ্চতা পরিমাপের দ্বারা স্বয়ং অবাধ্য অনুভূতিগুলোকে নিঃশেষ করবো।
- অন্যপাশ থেকে আরেক কল্পরেখা মৃদ্যু হাস্যে জবাব দিচ্ছে, "অনুভূতিরাতো স্পর্শের বাইরে, তাদের তুমি কোন অস্ত্র দিয়ে নিঃশেষ করবে?"
----অবাধ্য অনুভূতিদের কথোপকথন