পৃথিবীতে এক একটি মানুষ সৃষ্টিকর্তার পাঠানো এক একটা বার্তা। আবার এর মধ্যেই কিছু মানুষ থাকে যারা পৃথিবীতে এসেছে শুধু পৃথিবীর নিয়ম বা বাস্তু-সংস্থানকে টিকিয়ে রাখতে। এরা পৃথিবীতে কোন বার্তা স্বরুপ কিছু নয়। এবার আসা যাক বার্তা বহনকারী সেই মানুষ গুলোর দিকে। উদাহরণ স্বরূপ, নিকোলা টেসলার কথাই বলি। এঁনাকে চেনেননা বিজ্ঞানপ্রিয় এমন মানুষ খুঁজে পাওয়া ভার। তিনি কিন্তু এই পৃথিবীতে সৃষ্টিকর্তার পাঠানো সবথেকে বড় একটা বার্তা। যুগের পরিবর্তনের জন্য সময়ের সাথে পাল্লা দেওয়াটা অনিবার্য একটা ব্যাপার। তিনি কিন্তু পৃথিবীর রূপ বদলকারি একজন মহানায়ক। পৃথিবীর এই চাকচিক্য রূপের রূপকারও বলা যায় উনাকে। তার উদ্ভব করা অনেক কিছু আমরা আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করি অথচ জানিনা কে এর সৃষ্টিকারী। তার সম্পর্কে জানতে আশা করি সবাই তার জিবনী পড়বেন। এভাবে আমরা কেউ না কেউ আছি যারা এই পৃথিবীতে সৃষ্টিকর্তার পাঠানো বার্তা হিসেবে প্রেরিত হয়েছি। সবাই কোন বড় দায়িত্ব নিয়ে পৃথিবীতে এসেছি। সুতরাং, জীবনকে অবজ্ঞা, অবহেলা না করে রাঙিয়ে তুলতে হবে কোন এক রঙে। যাতে করে টিকে থাকা যায় এই পৃথিবীতে বহু যুগ ধরে। সমাজে বসবাসরত কিছু মানুষ আছে বা থাকে তারা সর্বদা প্রতিহত করতে চাইবে কিন্তু আপনার ঐশ্বরিক ক্ষমতার কারণে কিছুই করতে পারবে না। তাই এই সব মানুষের কথাতে আটকে না থেকে চলতে হবে নিজের গন্তব্যস্থলের জায়গাটা পূরণের জন্য। তবেই ফিরে পাওয়া যাবে জীবনের সার্থকতা.....∆
1
7
nice....