1
15
এজগৎ মায়ার রসে ভরা
কোন এক মুগ্ধতায় স্নিগ্ধকর আবাসে চোঁখ আটকে পরতেই মস্তিষ্ক থেকে নিমিশেই মনে জন্ম নেয় মায়া
সময় স্রোতের মত-তবু মায়া এ স্রোত কেও থামিয়ে দেয়
বাতাস আপন গতিতে বইলেও কোন এক বারান্দার জানালায় এসে থমকে যায় মায়ায়
মায়ার কোন সৎ ছায়া নেই তবে প্রতিটি প্রানে তার বসতি
প্রেম,ভালবাসা,স্বপ্ন,আশা কোন কিছু তীব্র ভাবে চাও এ সব কিছুর প্রান হলো মায়া
আর কোন কিছু না এ মায়াতেই আটকে পরি আমি-তুমি-আমরা
মায়া কি অদ্ভুত বিচরন তার
না দেখা যায় না ছোয়া যায়
কেবলি উপলব্দি অনুভূতিতে মায়ার প্রান
ভেবেছো সময়ের ছলে আপন কেউ চলে গেলে কি অদ্ভুত মায়ার টানে পিছু পিছু তাকায় থেকে যেতে ফিরে পেতে মন চায়
স্পষ্ট ভাষায় বলতে গেলে ছেড়ে যাবার কালেই মায়ার বসতি কত পৃষ্টা জুড়ে তা বুঝতে পারে
মায়া থেকে যায় যুগ যুগ ধরে থাকে না শুধু যে সবের প্রতি মায়া সে সবেরা,ভাল থাক মায়ায় ঘেরা সবাই।।
People fall into Maya very easily. That is why if a person falls in love with a mistake, his life will end