মানুষকে মানুষ হিসেবে দেখতে শিখুন

2 12

মেয়েটা মোটা বলে তাকে মোটি, ভুটকি, ফুটবল, হাতি, কুমড়া, জলহস্তী, পান্ডা এইসব কুৎসিত নামে ডাকা হয়। মেয়েটা মোটা তার মানে সে সুন্দর না?? বড়জোড় তাকে গুলুমুলু বলে সান্ত্বনা পুরষ্কার দেয়া হয়। স্কুল-কলেজ, রাস্তাঘাট,অনুষ্ঠান বাড়ি, রেস্টুরেন্টে সবাই মোটা মেয়েটার দিকে চোখ গোল গোল করে তাকায়, যেন দুনিয়ার সব খাবার সে একাই খেয়ে ফেলবে!! সুযোগ পেলেই সবাই ডায়েটিশিয়ান হয়ে যাবে, তাকে চিকন হওয়ার জন্য উপদেশ দিতে কেউ ভুলবে না।মোটা মেয়েটার মায়ের কানে ফিসফিস করে বলবে, ইয়ে ভাবি৷ মেয়েকে ডায়েট করতে বলেন, কম করে খেতে বলেন, এই বয়সেই এত মোটা, ছি:ছিঃ মেয়ের বিয়ে দিবেন কিভাবে? মেয়েটার বন্ধু সমাজেও সে মোটা নিয়ে বিদ্রুপের পাত্রী। আমাদের সমাজে ধারনা গুলো এমন হয়েছে যে, মেয়ে মানেই তাকে পারফেক্ট হতে হবে, তার ভাঙা গাল থাকা লাগবে, আইলেনার ছাড়া টানা চোখ থাকা লাগবে, আর ফিগার হবে কোকের বোতলের মত। মেয়েটা একটু চাপা গায়ের রং এর হলেই তাকে জন্ম থেকে শুনতে হয়, মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিন, মেয়ে তো ভাবি আপনার সুন্দরী নয়।

অইদিন একজন এসে শুনিয়ে গেলো, তার ছেলের পছন্দ করা মেয়েটা সবদিকেই ঠিক আছে, মেয়ে ডাক্তার, ফ্যামিলি ভালো, কিন্তু মেয়ের চোখে মোটা গ্লাসের চশমা, এই মেয়ে কি আর বউ করা যায় নাকি?? এখনই চোখে দেখে না, পরে নাতি নাতনি গুলো ও কানা হবে, কি সুন্দর ভবিষ্যদ্বাণী আমাদের তাই না?🙂🙂

কেউ মোটা মেয়ে বিয়ে করে আনলে, কানাঘুষার শেষ থাকে না, বউটা ভালো, কিন্তু মোটা, মানে মেয়েটা সুন্দর না??তাই বলতে চাচ্ছেন??

আপনাদের সকলের এই সমালোচনা থেকে বাঁচতেই মেয়েরা নিজেদের চিকন বানানোর রেসে নামে। নিজের পছন্দের খাবার গুলোকে বিসর্জন দেয় আপনাদের পছন্দমত হতে গিয়ে,নিজের তুলতুলে শরীরটাকে জিমের ছাঁচে ফেলে দুই লিটার কোকের বোতল বানাতে উঠে পড়ে লাগে। সবার শরীরের মাঝেই নিজস্ব কিছু সৌন্দর্য আছে, কেউ মোটা, কেউ চিকন, কেউ মাঝরি। কিন্তু আপনারা স্লিম, জিরো ফিগার মানেই মেয়ে সুন্দরী এমন একটা ধারনা মনের মধ্যে গেঁথে রেখেছেন। আমাদের অগ্রজ মা-খালা, নানি-দাদীরা তো অধিকাংশই মোটা ছিলেন, তারমানে কি তারা কম সুন্দরী ছিলেন?তাদের আবেদন কম ছিল?

মোটেও না, বরং তাদের ভরাট গাল, আঙুলের ভাঁজ,স্থুল শরীর, লম্বা চুল দেখেই সবাই মুগ্ধ হত। হালকা একটু কাজলেই অনেক বেশি মায়াবী, সজীবতা ছিল চোখে মুখে।

কোকের বোতলের জন্য কোকই ঠিক আছে, সেই ছাঁচে মানুষকে ফেলতে যাবেন না।মেয়ে যেমন আছে তেমনই সুন্দর, শুধু দেখার জন্য সুন্দর মনের চোখ দরকার। মোটা হওয়াটা হয়ত শরীরের জন্য ক্ষতিকর, মানছি, কিন্তু কেউ যদি মোটা হয়ে খুশি থাকে তাকে সেভাবেই থাকতে দিন।

মেয়েদের মানুষ হিসেবে ভাবতে শিখুন, তার গুন দিয়ে তাকে বিচার করুন, তার বাবা মা লম্বা হবার পরো কেন সে খাটো হল, কেন সে চোখে মোটা ফ্রেমের চশমা পড়ে, কেন সে মোটা, এইসব সমালোচনা প্লিজ এবার বন্ধ হোক।

আপনারা নিজেরাও জানেন না, আপনাদের এই সমালোচনা গুলো ধীরে ধীরে তাকে আপনি মানসিকভাবে অসুস্থ করে তুলছেন।

অনেক তো হল, এবার একটু মানুষকে মানুষ হিসেবে দেখতে শিখুন।

6
$ 0.01
$ 0.01 from @Arham18

Comments

খুব ভালো একটা আর্টিকেল লিখেছেন এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ.....

$ 0.00
3 years ago