তুমি আমি একদিন টঙের দোকানে চা খেতে যাব, উন্মুক্ত কোনও বুনো মাঠে আমি নীল শাড়ির আঁচলে স্বপ্ন বেঁধে সবুজরঙা উদোম মাঠে আকাশের মুখোমুখি হয়ে শুয়ে বিকেলি আলো ছুঁতে খুব করে চাইব। তুমি দু-একটা ফড়িংরঙা স্বপ্নের গালে এঁকে দেবে অবিষাদী প্রেমবর্ণ। আর আমার কপালে টুক করে বসিয়ে দেবে মৃদুলা দুটো চুমু।
আহ্! কেন জীবন গোছানো চিঠির মতো হয় না গো!
এবার তুমি বলো তোমার স্বপ্নগুলো। তোমার স্বপ্নগুলো আমার জানতে চাওয়া হয়নি কখনও।
আসলে, আমি তো অনেক কিছুই ভাবি। আমি ভাবি, আমার কোনও স্বপ্নই পূরণ হবে না। আরও ভাবি, আমার বেশিকাল বাঁচাও হবে না। আরও ভেবে যাই, আমার জীবনে কোনও দিন আলোই আসবে না।
Amazing dear sister...There is a feeling in every line, just, I love it, and the title is even more beautiful,