আমি কৃষ্ণকলি!
আমায় যে লাল, নীল বা কালো কোনো শাড়িতেই মানায় নাহ,তাই বলে কিহ তুমি আমায় ভালোবাসতে পারবে নাহ?
তোমার প্রেয়সী হতে হলে কী আমায় লাল,নীল শাড়ি গায়ে জড়াতে হবে?
আমার কালো কপালে কালো টিপ যে ঠিক দেখা যায় নাহ,তাই বলে কি তুমি সেই টিপের জায়গায় একটা ছোট্ট চুমু এঁকে দিয়ে আমাকে 'ভালোবাসতে' পারবে নাহ?
আমি ঘুমালে আমাকে মায়াবতী লাগে নাহ,মুখে একটা তৈলাক্ত ভাব থাকে তাই বলে কী তুমি আমার গালে আঁলতো করে হাত ছোঁয়াতে পারবে নাহ?
আমার মেঘ কালো ঘন লম্বা চুল আছে,কাজল কালো দিঘীর মতো চোখ আছে শুধু,এতেই কী তোমার হবে নাহ?
নাকি তোমার প্রেমিকা হতে হলে স্ট্রেইট করা চুল,হাইলাইটেড মেকাপ,কপালে টিপ,চোখে কাজল দিতেই হবে অথবা ঠোঁট রাঙিয়ে রাখতে হবে?
বলছিলাম কিহ!
এইসব কিছুই আমাকে মানায় নাহ।তুমি বরং আমার জন্য কিছু বেলি বা শিউলি ফুলের মালা এনে দিও,এতেই আমি নিজেকে সাজিয়ে নিব!
তুমি শুধু আমায় একটুখানি ভালোবাসা ই দিও,
আমি নাহয় তোমার কৃষ্ণকলি মায়াবতীই হয়ে রবো!
This poem touched my soul. Really impressive ❤️❤️