4
16
খুব বেশি কিছু চাই না আমার
ঐ চোঁখ জোড়া চাই যার কবলে মন পুরাইয়া উড়াইয়াছি ছাই
কভু অভিমানে গাল ফুলে হয় যদি লাল
বিবর্ণ চিঠিতে লিখে দিবো শত বার ক্ষমা চেয়েও তোরেই চাই
লাল-নীল-কালো-সাদা-হলুদ শত কত রং এ
সাজিয়ে দিবো তোর অভিমানের ঘর
তার পর ও কি মুখ ফিরিয়ে রাখবি বল-?
তোর জন্যই তো এ সবুজ রং
তোর জন্যই তো ঘুড়ি আকাশে
তোর জন্যই তো তরী ভিরাই নীরে
সাজাই বিছানা জোছনা রাতে
তবু তুই বলবি কি বল
দূর ছাই
আর কত দূর গেলে
তোর অভিমানের শেষে মুগ্ধ হাঁসি ফুটবে মুখে
আমার খুব বেশি কিছু না তোর মুখের ঐ হাঁসিটা চাই
সন্ধা শেষে তোর হাঁসিতে
জোছনায় পাটি বিছিয়ে তোর কূলে ঘুমাতে চাই,
আমার বেশি কিছু না শুধুই তরে চাই।।।।
Burfu karfa .......