কলা উপকারিতা

14 34
Avatar for sunel2600
4 years ago

কলা দৈনন্দিন অনেক পুষ্টির চাহিদা পূরণ করে দেহকে সুস্থ রাখে। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন ১টি কলা, আর দেখুন এর ম্যাজিক। তাহলে জেনে নেয়া যাক বিডি রমণীর দেয়া প্রতিদিনের খাদ্যতালিকায় কলা (banana) রাখার উপকারিতা।

পড়ুন  তেলেভাজা খাবার স্বাস্থ্যকর করার উপায় জেনে নিন

১. কলা একটি আঁশযুক্ত ফল। এটি হজমশক্তি বাড়াতে সাহায্য করে। হজমের সমস্যা দূর করতে প্রতিদিন ১টি করে কলা খান।

২. শরীরে হিমোগ্লোবিন ও ইনসুলিনের জন্য প্রচুর ভিটামিন-বি৬ প্রয়োজন। আর কলায় (banana) প্রচুর ভিটামিন-বি৬ আছে, যা দেহে পুষ্টি জুগিয়ে থাকে।

৩. প্রতিদিন ৩টি করে কলা খেলে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগেন, তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় কলা (banana)রাখুন, দেখবেন রক্তচাপ আপনার নিয়ন্ত্রণে চলে এসেছে।

৪. প্রতিদিন ব্যায়াম করার আগে ২টি কলা খেয়ে নিন। এটি আপনার দেহের রক্তে শর্করার পরিমাণ ঠিক রাখবে এবং তার সঙ্গে বস্নাড সুগারও নিয়ন্ত্রণ করবে।

৫. কলায় প্রচুর আয়রন আছে। ফলে নিয়মিত কলা (banana) খেলে দেহের রক্তশূন্যতা দূর হয়।

৬. কলা ওজন কমাতেও সাহায্য করে। এক গবেষণায় দেখা গেছে, কলা (banana) দীর্ঘক্ষণ পেট ভরার অনুভূতি দিয়ে থাকে। ফলে অন্য কোনো খাবার খাওয়ার রুচি ও আগ্রহ থাকে না, যা ওজন কমাতে সাহায্য করে।

৭. এক গবেষণায় বলা হয়েছে, আঁশযুক্ত খাবার কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি কমায়। প্রতিদিন কলা (banana)খান আর হৃদরোগ থেকে দূরে থাকুন।

পড়ুন  নারীরা পিরিয়ডের সময় যে সমস্যাগুলো দেখা দিলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন

৮. শরীরের পেশির সুস্থতার জন্যও কলা (banana)বেশ উপকারী। ব্যায়ামের আগে কিংবা পরে কলা খান এটি আপনার পেশির সমস্যা দূর করবে এবং পায়ের মজবুত পেশি গঠনে সাহায্য করে।

৯. আমরা অনেকেই মনে করি লেবু, আর কমলাতেই শুধু ভিটামিন সি আছে। কিন্তু মজার ঘটনা কলায়ও পাওয়া যায় কিছু ভিটামিন সি। এ ছাড়া প্রয়োজনীয় অনেক পুষ্টি উপাদান পাওয়া যায় কলা থেকে।

১০. কলায় প্রচুর ম্যাগনেসিয়াম আছে যা বিষণতা দূর করতে সাহায্য করে। আমরা অনেক সময় বিভিন্ন কারণে বিষণতায় ভুগি। এ বিষণতা দূরীকরণে কলা অনেক বেশি কার্যকর।

১১. কলা দেহের শক্তি বৃদ্ধি করে। কলায় প্রচুর ম্যাগনেসিয়াম, ভিটামিন, মিনারেল আছে যা দেহের এনার্জি লেভেল ঠিক রেখে শক্তির বৃদ্ধি ঘটায়। প্রতিদিন নাশতায় ১টি কলা (banana)রাখুন, যা আপনাকে সারা দিনে কাজে এনার্জি দেবে।

১২. কলায় প্রচুর পটাশিয়াম আছে, যা মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ করে।

5
$ 0.00
Avatar for sunel2600
4 years ago

Comments

Right

$ 0.00
4 years ago

tnks বাঁধন

$ 0.00
4 years ago

Wlcm

$ 0.00
4 years ago

Wow

$ 0.00
4 years ago

tnks for comments I also back you

$ 0.00
4 years ago

Ok thanks...😊

$ 0.00
4 years ago

tnks Asif

$ 0.00
4 years ago

Awesome article, i like it very much

$ 0.00
4 years ago

thanks you for your comments

$ 0.00
4 years ago

tnks turjo

$ 0.00
4 years ago

Awesome article

$ 0.00
4 years ago

thanks you again

$ 0.00
4 years ago