উপকরণঃ
শুভ সকাল
১ চা চামচ ( ৫ g ) green tea leaves প্রতি এক কাপ পানিতে
আদা/ শুকনা আদা গুঁড়া
পানি
প্রনালিঃ
১/ আগে ঠিক করে নিন কয় কাপ চা বানাবেন । সে অনুযায়ী পাতা আর পানি নিন ।
২/ একটি ছাঁকনিতে যে পরিমান চা বানাবেন তার পরিমান অনুযায়ী green tea leaves আর আদা/শুকনা আদা গুঁড়া নিন ।
৩/ একটি পাত্রে পানি নিয়ে চুলায় গরম করুন । খেয়াল রাখবেন পানি যাতে না ফোটে ।
৪/ একটি খালি মগ বা কাপের উপর ছাঁকনিটি রাখুন ।
৫/ চা পাতার উপর দিয়ে মগে গরম পানি ঢালুন ।
৬/ ২-৩ মিনিট পর্যন্ত চা পাতা আর আদা গুলো ভেজান এর বেশি নয়, নতুবা চা তিতা লাগবে ।
৭/মগ থেকে ছাঁকনি নামান ।
৮/ কিছুক্ষণ আপনার চা ঠাণ্ডা করুন এবং উপভোগ করুন আপনার perfect cup of green ginger tea .
শুভ সকাল, সকাল বেলা চা না ছাড়া কল্পনা করা যায় না তাই সকালে একটা চা রেসিপি দিলাম ,ভালো লাগল সবাই বানিয়ে নিবেন তাহলে সফল হবে রেসিপি , ভালো থাকবেন ।
Green ginger tea amader sasther jonno khub e upokari.. thanks amon upokari article post korar jonno.