সবাই কেমন আছেন
আশা করি সবাই ভালো আছেন
ভালো থাকায় আমি কামনা করি
আজকে আমি ফ্রুটস সেমাই কিভাবে বানাই তার কিছু নিয়মকানুন দেখিয়ে দেবো
আশা করি সবার কাছে ভালো লাগবে
সেমাই কম বেশি আমরা সকলেই খেয়েছি। তবে সেমাই খাওয়ায় আলাদা স্বাদ ও পুষ্টিগুণ যোগ করতে খেতে পারেন ফ্রুট সেমাই। সেমাইয়ের স্বাদে যুক্ত হবে এক ভিন্নমাত্রা।
আসুন জেনে নেই কিভাবে ফ্রুইট সেমাই কিভাবে বানাবো
উপকরণ:
দুধ দেড় লিটার,
চিকন সেমাই ১ প্যাকেট,
চিনি ১ কাপ,
পাকা আম কিউব করে কাটা ১ কাপ,
লাল আঙুর ৭টি,
আপেল কুচি আধা কাপ,
বেদানা ২ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন ফ্রুটস সেমাই:
১.দুধ জ্বাল দিয়ে সামান্য ঘন করে নিন।
২. ফোটানো দুধে সেমাই দিয়ে নাড়তে থাকুন।
৩. জ্বাল কমিয়ে চিনি দিয়ে নাড়ুন।
৪. সেমাই হয়ে গেলে পরিবেশন বাটিতে ঢালুন।
৫. ঠাণ্ডা হলে ফ্রিজে ৭ থেকে ৮ ঘণ্টা রাখুন।
৬. পরিবেশনের আগে ফল মিশিয়ে পরিবেশন করুন।
যদি আমার পোস্ট টা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন
আবার আসবো নতুন পোস্ট নিয়ে
সবাই ভালো থাকবেন সবসময় আর সামাজিক দুরন্ত বজায় রাখার চেষ্টা করুন
Many many thanks bro for sharing this yummy recipe