বিদ্যুৎ বিল কমানোর উপায়

0 10
Avatar for sunel2600
4 years ago

তে অহেতুক লাইট পাখা চালানো বন্ধ করতেই হবে। যে ঘরে কেউ নেই সেই ঘরে আলো-পাখা যেন বন্ধ থাকে। অহেতুক অপচয় রোধ করলেই খরচ অনেকটা আটকানো যাবে। ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই সমস্ত সুইচ বন্ধ করবেন।

ঘরে প্রাকৃতিক আলো-বাতাস ঢোকার ব্যবস্থা থাকলে দিনের একটা সময় সেই আলো বাতাসেই ভরসা রাখুন। যেমন সকালে আলো না-ই জ্বালাতে পারেন। বিকেলে দক্ষিণের হাওয়া দিলে কিছুক্ষণ বন্ধ রাখা যেতে পারে ফ্যান বা এসি।

অপ্রয়োজনে ফ্রিজ চালাবেন না। মাসে একদিন ফ্রিজ খালি করে পরিষ্কার করুন। এতে বিদ্যুৎ সাশ্রয় হবে।

রাতে ঘণ্টাতিনেক এসি চালিয়ে ঘর ঠান্ডা করে নিয়ে, ফ্যান ছেড়ে দিন। প্রতিদিন সারারাত এসি চললে বিদ্যুৎ বিল বাড়বেই।

কম্পিউটার কাজ হয়ে গেলে বন্ধ করুন। অন্তত মনিটারটি অফ রাখুন।

বাড়িতে অবশ্যই এলইডি আলো লাগান। এতে বিদ্যুতের সাশ্রয় হয়।

ব্যাটারি চার্জার (যেমন: ল্যাপটপ, সেল ফোন এবং ডিজিটাল ক্যামেরা ইত্যাদির) সমূহ খুলে রাখুন কাজ হয়ে গেলে। প্লাগ ইন করে রাখলে শক্তি গ্রহণ করতে থাকে এই চার্জারগুলি। এতে বিদ্যুৎ খরচ হয়।

3
$ 0.00

Comments