অলসের গল্প

8 30
Avatar for sriti333
4 years ago

গল্প: অলস ভাতা!!

কোন এক রাজ্যো রাজা ঘোষনা করলো যে, তার রাজ্যে সে অলস ভাতা প্রদান করবে। রাজা তাই রাজ্যের সমস্ত জায়গায় ঘোষনা করে দিলেন অলস লোকেরা যেন যথা সময়ের মধ্যো তাদের নাম রেজিষ্টার করে নেন।

রাজার এই ঘোষনার পর দলে দলে লোক জন অলসের খাতায় নাম রেজিষ্টি করার জন্য ভিড় করতে লাগলো।

মন্ত্রী রাজাকে বল্ল ,যে হারে মানুষ অলসের খাতায় নাম লেখাচ্ছে তাতে কর্মীক লোক একটাও খুজে পাওয়া যাবে কিনা সন্দেহ। মন্ত্রীর কথা শুনে রাজা খুব চিন্তায় পড়ে গেলো।এতো অলস লোকের ভাতা রাজা কি ভাবে চালাবে। তাচাড়া এতো অলস লোক দিয়ে ও বা কি ভাবে রাজ্য চলবে।

রাজাকে চিন্তত দেখে, মন্তী রাজাকে আস্তত করলো যে রাজা মশাই আপনি যদি এটার সম্পুর্ন ভার আমার নিকট দেন তাহলে আমি যে করে হোক এ সমস্যার সমাধান করবো।

মন্ত্রীর কথা শুনে রাজা কিছুটা স্হস্তি পেলো। এবং মন্ত্রীকে তা সমাধান করার নিদে্দশ দিলেন।

রাজার আদ সমস্ত অলস লোককে ডাকালেন এবং বৃহতাকার আবদ্ধ ঘরের মধ্য সবাই কে ডুকালেন। তার পর শক্ত ভাবে ঐ ঘরটিকে বন্ধ করে বাহিরে আগুন লাগিয়ে দিলেন।

আগুন যখন সমস্ত ঘরে দাউদাউ করে লেগে গেলো, ঘরের ভিতরে হাউমাউ আওয়াজ শুরু হয়ে গেলো, ঘরের দরজা জানালা বেঙ্গে সবাই জিবনের বয়ে পালিয়ে যেতে লাগলো।

সবাই যার যার মতো করে পালিয়ে গেলো। কিন্তুু দু জন লোক শুয়ে শুয়ে নিচ্চিন্তে ঘুমাচ্ছে।

কছুক্ষন পর মন্রী তার লোক জন নিয়ে ঘরে প্রবেশ করলেন। এবং দেখলেন সবাই পালেয়ে গেছে শুধু দু জন লোক শুয়ে শুয়ে কথা বলছে।

তাদের কথোপকথন:

...................................

এক জন আরেক জনকে বলছে : দেখচস, লোক জন কতো অলস! সামান্য সুর্যের আলোর একটু ঘরমে সব পালিয়ে গেছ।

কথা শুনে দিতৃয় লোকটি বলছে: আরে বেটা বেশি কথা বলছ কা, তোর কষ্ট হয়না!!!!!

*আসলে অলস লোকরা আছে বলেই পারিশ্রমিকদের এতো দাম।দুই শ্রেণীর লোকই আমাদের সমাজে বাস করে*

লেখিকা: Sriti Akter

10
$ 0.00
Avatar for sriti333
4 years ago

Comments

Valo laglo

$ 0.00
4 years ago

Valoi moja

$ 0.00
4 years ago

Nice one 😂

$ 0.00
4 years ago

Funny

$ 0.00
4 years ago