0
16
Written by
soyed
soyed
4 years ago
যুক্তির সিদ্ধান্ত সত্য হলেও যুক্তিটি অবৈধ হয়েছে। কারণ আশ্রয়বচন থেকে সিদ্ধান্ত।
অনুমানের ক্ষেত্রে যুক্তিটি যথাযথ নিয়ম অনুসরণ করেনি।
৭. কোনাে যুক্তির সবগুলাে বচন মিথ্যা হলে যুক্তি অবৈধ হতে পারে। যেমন,
সব স্তন্যপায়ী প্রাণির পাখা আছে।
সব তিমির পাখা আছে।
সুতরাং সব স্তন্য প্রাণি হচ্ছে তিমি ।।
এ যুক্তির সবগুলাে বচনই মিথ্যা, কারণ বচনগুলাে বাস্তবের সাথে সঙ্গতিপূর্ণ নয়। এক
হয়নি যুক্তিটি। অবৈধ, কারণ যুক্তিটির সিদ্ধান্ত আশ্রয়বচনদ্বয় থেকে নিয়মসঙ্গত উপায়ে নিঃসৃত
করেছেন উল্লেখ্য, যেখানে যে, আশ্রয়বচন কপি আলােচ্য ও সিদ্ধান্তের দৃষ্টান্তগুলােকে সত্য-মিথ্যার বৈধ সংমিশ্রণের ও অবৈধ- বিষয়টি এ দুটি ব্যক্ত ছকে হয়েছে প্রকাশ।
অবৈধ যুক্তি
সত্য সিদ্ধান্ত
মিথ্যা সিদ্ধান্ত
মিথ্যা সত্য আশ্রয়বচন আশ্রয়বচন। দৃষ্টান্ত -৩ দৃষ্টান্ত -৪
দৃষ্টান্ত -৬ দৃষ্টান্ত -৭
বৈধ যুক্তি
সত্য সত্য সিদ্ধান্ত। মিথ্যা সিদ্ধান্ত
আশ্রয়বচন।
মিথ্যা আশ্রয়বচন দৃষ্টান্ত -১
দৃষ্টান্ত -৫
দৃষ্টান্ত
-২