. 🌿 🖤🌿
. এতটা যে 'ভালোবাসি' না বললে -
বোঝো কি আদৌ, ভালোবাসি আমি ঠিক কতটা ?
এই যে সারাক্ষণই প্রতিমুহূর্তের খোঁজ নিই-
খুঁজতে খুঁজতে কোথাও না পেয়ে ঠোঁট উলটে-
অভিমানী ভেজা টলমলে চোখে ঠায় দৃষ্টিতে -
বারে বারে "ভালোবাসা" আর "তোমার" সাথে
আড়ি কাটি - ওসবের কিছু বোঝো তুমি?
ঘুম আসে না চোখের তারায় বৃষ্টি ঝরে-
সবার থেকে মুখ লুকিয়ে-
টসটসে ফোলা চোখ লুকিয়ে-
আড়ালে যাই টুকুস করে হারিয়ে ফেলতে চাই-
" নিজেকে "
বোঝো না কি কিছুই?
আহত হয়ে, নতমস্তকে,দূরসীমানায় নৌকোভেড়াই
চেয়ে থাকি রোজ একই সময় পথের পানে-
কী এক আলগা সুতোর টানে দিন গুনে যাই
মাস ফুরোয় বছর গড়ায়-
অভিমানী চোখের ঝড় থেমে যায়
থেমে থেমে থেকে থেকে কাতরাতে থাকি
ছেলেমানুষি সব তালবাহানায়-
কেন বোঝো না সেসব?
যদি না-ই বলতাম খাইনি ভাত এবেলাও-
বুঝতে কি তবে…অভুক্ত যে ছিলেম?
যদি না জানাই, যাইনি কোথাও, যাবও না ভুলে--
বুঝবে কি তবে? জীবন এত কঠিন কেন হয়?
জীবন সত্যি এতটা পানসে কেন?
চোখের রঙগুলো সব কোথায় হারায়?
প্রাণের মানুষ যায় চলে -
সে কোথায় ? কোন ঠিকানায় ?
যাবার বেলায় ' রোদটুকু 'যা সঙ্গে করে এসেছিলে
তা সঙ্গে করেই ফেরত নিলে!
যাবার বেলায়, যেতে যেতে শুধু দিয়ে গেলে-
মেঘ সেই পুরনো সে মেঘ---
সেই থেকে অবিরত কেবল ঝমঝমাঝম
ঝুপঝুপাঝুপ বৃষ্টি ঝরে
"প্রানে"
আষাঢ়ের বাদলা---
আহা বড্ড বেশিই একগুঁয়ে সে!
তার আচরণের স্বঘোষিত কত নিয়মকানুন--
ওসব খুব সহজে কাটেই না যে!
সেইখানে কিছু ' মায়া ' থাকে পড়ে
সেইখানে কিছু স্মৃতি থাকে বেঁচে
আর খেলা করে রোজ রোজই--
আমার হয়ে তোমার হয়ে!
এভাবেই বুঝি যুগে যুগে
কিছু "ভালোবাসা " পথেই রয়ে পড়ে--
'জীবন' পথের বাঁকেই....
💔
•
2
12
lekhagulo onek sundor like commnt dialm amar post dekhe amakeo diyen pase paben