True tble

0 10
Avatar for soyed
Written by
4 years ago

সত্যসারণী

প্রদত্ত বচনাকারে উপাদান বচন হিসেবে একটি

গ্রাহক প্রতীক থাকার সত্যসারণীর 2"-

র সূত্রানুসারে উপরযুক্ত সারণীতে সারি হয়েছে (২

= ২ x১) ২টি, এবং একটি উপাদান।

ও দুটি সংযােজক (v, ~) থাকায় সত্যসারণীর

গঠন অনুসারে স্তম্ভ হয়েছে তিনটি।

উল্লিখিত অপেক্ষকদ্বয়ের ( p, p V p) সূত্রানুসারে

.

প্রথম দুটি স্তম্ভের

গটি সারির মানই সত্য (T) হওয়ায় প্রদত্ত

বচনাকারটি স্বতঃসত্য হিসেবে নির্ণীত

নর সমন্বয়ে শেষ, অর্থাৎ চূড়ান্ত স্তম্ভর সারি দুটির

মান নির্ধারিত হয়েছে। এক্ষেত্রে চূড়ান্ত।

। এককথায় আলােচ্য বচনাকারটির প্রতিটি

প্রতিস্থাপক দৃষ্টান্তই সত্য। প্রতীকী

ছিবিদ্যায় বচনের এ জাতীয় আকারকেই বলা হয়

স্বতঃসত্য বচনাকার।

অতন্ত্মিথ্যা বচনাকার

Contradictory statement-form

বচনাকারের প্রতিটি প্রতিস্থাপক দৃষ্টান্তই মিথ্যা হয়,

অর্থাৎ যেখানে মিথ্যা ব্যতীত কোনাে

নতা প্রতিস্থাপক দৃষ্টান্ত থাকে না, সেই বচনাকারকে

স্বতঃমিথ্যা বচনাকার বলে। এ জাতীয়

জনের মিথ্যাত্ব এর প্রকৃতির মধ্যেই নিহিত থাকে।

অর্থাৎ এরূপ বচনের মিথ্যাত্ব নির্ধারণের

জন্য কোনােরূপ প্রায়ােগিক অভিজ্ঞতার প্রয়ােজন

পড়ে না, এর আকারই এর মিথ্যাত্ব প্রমাণ

করে। এককথায় এ ধরনের বচন অভিজ্ঞতাপূর্ব

এবং মিথ্যারূপে স্বতঃপ্রমাণিত। বস্তুত

সত্য বচনাকারের বিপরীত বচনাকারই হচ্ছে

স্বতঃমিথ্যা বচনাকার

এজিবদ্যায় এ ধরনের বচনকেও বিশ্লেষণী বচন

হিসেবে আখ্যায়িত করা হয়। যেমন,

টো রিপাবলিক গ্রন্থটি লিখেছেন এবং লিখেননি'-

এ বচনটির প্রকৃতি আলােচনা করলেই

1
$ 0.00

Comments