Sotto

0 12

৮৫

সত্যসারণী

ওপরে প্রদত্ত বচনাকারটিতে p q-এ দুটি উপাদান রয়েছে বিধায় উপর্যুক্ত সারণীর

প্রাথমিক স্তম্ভ হয়েছে দুটি। বচনাকারটিতে যােজকের সংখ্যা মােট চারটি, তার মধ্যে =

হচ্ছে মূল বা প্রধান সংযােগী, যা একাধিক সরল ও যৌগিক বচনকে একটি জটিল যৌগিক

বচনে পরিণত করেছে। এ যােজকটি ছাড়া বাকি তিনটি যােজক হচ্ছে অপ্রধান সংযােগী।

এজন্য সারণীতে মাধ্যমিক স্তম্ভ হয়েছে তিনটি। এবং চূড়ান্ত স্তম্ভ গঠিত হয়েছে সম্পূর্ণ

বচনাকারটিকে নিয়ে। এভাবে সারণীতে স্তম্ভের সংখ্যা হয়েছে মােট ছয়টি। প্রসঙ্গত উল্লেখ্য

যে, সারণীতে বচনাকারকে স্তম্ভ আকারে সাজানাের ক্ষেত্রে অনেক সময় ভুল হতে পারে।

অর্থাৎ বচনাকারের দু-একটি উপাদান বচন বা অপ্রধান সংযােগী বাদ পড়ে যেতে পারে।

সেক্ষেত্রে সভচ্তের সংখ্যা ঠিক আছে কি-না তা যাচাইয়ের সহজ পন্থা হচ্ছে, উপাদান বচন ও

যােজকের সংখ্যা নির্ধারণ করা। অর্থাৎ উপাদান বচন ও যােজকের সংখ্যাকে যােগ করলে

যত হবে সারণীতে শ্তদম্ভের সংখ্যাও তত হবে। যেমন, ওপরের বচনাকারটিতে উপাদান বচন

আছে দুটি এবং যােজক আছে চারটি। কাজই একত্রে স্তম্ভ হবে মােট ছয়টি। দুটি উপাদান

বচন থাকায় আলােচ্য সারণীতে ২-এর সূত্রানুসারে সারি হয়েছে (২ X ২) = ৪টি। এবং

উপাদান বচনদ্বয়ের প্রথমটি অর্থাৎ p-এর সারি চারটিতে সত্য-মিথ্যার সম্ভাব্য মান হিসেবে

1
$ 0.00

Comments