Question

0 4

৭. একটি বচনে কয়টি মান থাকে এবং সেগুলাে কী

কী?

উত্তর : একটি বচনে দুটি মান থাকে। যথা-

সত্যমান ও মিথ্যামান।

পূর্ববর্তী

একলাের

অপেক্ষ

সত্যিক

সংযে

Cor

সংক্ষিপ্ত প্রন

১. সত্যসারণী কী?

দুই

যুক্ত

২. সত্যসারণীতে প্রধান স্তমভ কয়টি। স্তম্ভগুলোর

নাম উল্লেখপূর্বক এগুলোর স্বরূপ আলােচনা

কর।

৩, সত্যসারণীতে সারিসংখ্যা নির্ণয়ের সূত্রটি ব্যাখ্যা

কর।

৪. নিয়ােক্ত বচনাকারটি দ্বারা একটি সত্যসারণী

গঠন করে দেখাও ঃ

তা

[(b - · d~) a b] c d

রচনামূলক প্রশ্ন

১। সত্যসারণীর স্বরূপ আলােচনা কর এবং

সত্যসারণীর গঠন পদ্ধতি বর্ণনা কর।

২। প্রতীকী যুক্তিবিদ্যায় সত্যসারণী পদ্ধতির

প্রয়ােজনীয়তা কী?

৩। সরল যৌগিক বচন এবং জটিল যৌগিক বচনের

স্বরূপ ব্যাখ্যা কর এবং এদের পার্থক্য।

দেখাও।

1
$ 0.00

Comments