চার-পাঁচ জন বন্ধু মিলে আড্ডা দিচ্ছিলাম...হঠাৎ করে রুবেল বলে উঠলো... তোরা জানিস,অভিনেত্রী শমী কায়সার তৃতীয় তম বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে...কথাটা বলেই হাহা করে বিশ্রি রকমের একটা হাসি দিল...!
পাশ থেকে সানি বলে উঠলো...তোমরা শিউর থাকো শমী কায়সারের আরো তিনবার বিয়ে হবে...কি কথা...এসব খারাপ মেয়ের বিয়ে তো বেশি দিন টিকবেই না...আর বয়স তো হয়েছে পঞ্চাশের বেশি আবার কেন বিয়ে করতে হবে...!
অামি চুপ চাপ পাশেই বসে ছিলাম...!
আসলে কি বলবো সানির চোখের দিকে তাকিয়ে ভাবছিলাম...এইতো কয়েকদিন আগে তার মায়ের অসুস্থতার কারনে তার বাবা আরেকটা বিয়ে করেছে তখন সানি এটা খুব সহজেই মেনে নিয়েছিল...!
আমার পাশে থাকা রাশেদ বলে উঠলো তোরা যাই বল পরেরবার বিয়ে করলে বর আমিই হবো...!
আবারো সবার সেই গগণবিদারী অট্টহাসি...!
সবাই হাসি থামালে আমি বললাম...আমার কিছু কথাছিল রে...সবাই আমার দিকে তাকালো...!
আমি বলতে শুরু করলাম...তোরা আমার বন্ধু এই কথা ভাবতেও লজ্জা লাগে...!
এইতো কয়দিন আগে তোরাই বলছিলি, হুমায়ুন আহাম্মেদ স্ত্রী শাওন কেন বিয়ে করছে না, এটা নিয়ে তোদের অনেক মাথাব্যথা ছিল...!
শেষ পর্যন্ত তোরা সবাই মিলে প্রমাণ করলি
অভিনেত্রীদের বিয়ে করতে হয়না...খারাপ মানুষেরা বিয়ে করেনা...বিয়ে না করায় তোরা সেদিন শাওন আহাম্মেদকে খারাপ ট্যাগ লাগিয়ে দিয়েছিলি...!
ঠিক আজকে আবার শমী কায়সারকে খারাপ বানিয়ে ফেললি বিয়ে করার কারনে...!
বেশ অদ্ভুত তোরা...!
তোরা নিজেকে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ ভাবিস আর তোদের কাছে পৃথিবীর সবাই কোন না কোন ভাবে খারাপ...!
তাইতো কাজী নজরুল ইসলাম বলেছিলেন...
আমরা সবাই পাপী...আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি...!
আসলে তোদের মানসিকতা এমনই...!
আচ্ছা সানি তোর কাছে কি শমী কায়সার বিয়ের আগে মতামত চেয়েছিল...তুই বিয়েতে অমত দিয়েছিল... তোর কথা মান্য করেনি তাই এখন সমালোচনা করছিস...আমার কথা শুনে সানি মাথা নিচু করলো...!
বললাম...শোন সব ধর্মেই মানুষের অহেতুক সমালোচনা করাকে নিষেধ করা হয়েছে...!
আর ইসলাম ধর্মে তো মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার ন্যায় বলা হয়েছে...!
আর তার আবার তিন বার বিয়ে হবে এটা কেমনে জানলি...তোরে কি কোন দেবদূত এসে বলে গিয়েছে...!
সময় নষ্ট করে আমরা মানুষের সমালোচনা করে হয়তো সাময়িক আনন্দ পাই, কিন্তু পরবর্তীতে মাথায় একটা নেগেটিভ ইম্প্রেশান তৈরি হয়...!
মানুষের ভালো কিছুও তখন চোখে খারাপ মনে হয়...ভালোটা আর চোখে পড়েনা খারাপটাই চোখের সামনে ভাসতে থাকে...!
আর শোন,পৃথিবীর সবাই নিজের ভালোর জন্যই কোন কাজ করে এটা বুঝতে হবে...!
অযথা একজনের সমালোচনা করে নিজের পাপটাকে বাড়িয়ে লাভ কি...!
কয়দিন আগে তোরাই বলেছিলি পোষাকের জন্যই ধর্ষণ হয় অন্য কোন কারন নেই...!
আচ্ছা জানিস কোরআনে তো প্রথমেই পুরুষের পর্দার কথা বলা হয়েছে...পুরুষদেরকে তো দৃষ্টি নিম্ন রেখে চলতে বলা হয়েছে...!
বলতো তোরা কয়জন এই পবিত্র আয়াতের কথা মানিস...নিজেরাই যেখানে মানিস না অন্যকে কিভাবে মানতে বলিস...!
তোরা তো এক নাম্বার মোনাফেক...!
রাস্তাঘাটে মর্ডান কাপড় চোপড় পড়া মেয়েকে দেখলে টিজ করিস এটা মনে হয় কোরআন বা হাদিসে বলা আছে...!
বলছিনা মেয়েদের পর্দা করা প্রয়োজন না অবশ্যই পর্দা করা ফরজ...!
কিন্তু তার আগে তো তুই পুরুষ তোকে দৃষ্টি নিম্ন রেখে চলতে হবে...!
নিজে সংশোধন হয়ে তারপর অন্যকে উপদেশ দেওয়া উচিত...না হলে কথা কেউ শুনবে না...!
রিকশাওয়ালার কষ্টের কথা শুনে কয়জন চোখের পানি ঝড়ায়...কয়জন ই বা মনোযোগ দিয়ে শুনে...
অথচ বাংলাদেশের সাবেক গভর্নর আতিউর রহমান অথবা চীনের জ্যাক মা তাদের জীবনে কষ্টের কথা শুনে সবাই পানি ঝড়ায় কারন তারা আজকে সফল...তারা নিজেকে সংশোধন করে নিজেদের অবস্থানটাকে উন্নত করেছে...!
যাইহোক সবাই যখন চুপচাপ আমার কথা শুনছিল হঠাৎ বাকী ভাই কোথা থেকে যেন চলে আসলো...!
ভাইকে আমরা অত্যন্ত সম্মান করি তার সুন্দর ব্যবহারের জন্য...!
ভাই বললো,আসলে তোর কথাগুলি আমি পাশ থেকে শুনছিলাম...অনেক সুন্দর বলছিস...!
আমাদের সমস্যাটা হলো মানসিকতায়...
মানসিক ভাবে আমরা অন্যের সমালোচনা করে অভ্যস্ত...!
নিজের দোষ অন্যের উপর চাপিয়ে দিয়ে নিজেকে নিষ্পাপ মনে করি...!
যতো দিন পর্যন্ত আমরা নিজেদের দোষ খুঁজে বের করে সংশোধন না করব ততোদিন পর্যন্ত আমাদের মানসিকতার পরিবর্তন আসবে না...!
আর হাদিসে বলা হয়েছে, কারো সমালোচনা করো তার সামনে আর প্রশংসা করো পেছনে,আমরা কি আর সেটা করি...আমরা তো পুরাই উল্টোটা করি আর নিজেকে নিষ্পাপ দাবি করি...!
সামনের মসজিদ থেকে মাগরিবের আজান ভেসে আসছিল...সানি বললো,ভাই চলেন সবাই নামাজে যাই...!
রুবেল হা হা করে হেসে উঠে বলল, কিরে তোরে কখনোই নামাজ পড়তে দেখিনি... আর তুই আজকে নামাজে যাবি...সানি আবারো মাথা নিচু করলো...!
আমি বললাম... দ্যাখো আমাদের স্বভাব কারো ভালো কোন পরিবর্তন আমরা মেনে নিতে পারিনা...উপহাস করতে আরম্ভ করি...!
আমার কথায় রুবেল অনেকটা লজ্জা পেয়ে সানির কাছে গিয়ে সরি বলল...!
একসাথে সবাই মসজিদে গিয়ে নামাজ আদায় করলাম...!
#
0
5