প্রাক্তন

0 6
Avatar for soyed
Written by
4 years ago

প্রাক্তন'

কথাটির মধ্যেই কেমন যেন একটা ভারি ভারি ভাব আছে।কেমন যেন একটা পোড়া পোড়া গন্ধ আছে।

একটা মন খারাপের সংকেত আছে।আছে অধিকার হারানোর মতো ভয়ানক যন্ত্রণার দগদগে ক্ষতের চিহ্ন।

প্রাক্তন এমন একটি নাম যার সাথে জড়িয়ে আছে ভালোবেসে ব্যর্থ হওয়া প্রতিটি মানুষের গোপন দীর্ঘশ্বাস,চোখের জল,অপ্রাপ্তি,আকাঙ্খা,এক বুক শূণ্যতা আর হাহাকার।

জড়িয়ে আছে কিছু প্রিয় অপ্রিয় স্মৃতি,মান অভিমান,খুঁনসুটি,আদর,আবদার আর অধিকার।

যা আড়ালে কাঁদায় আর ক্ষত বিক্ষত করে হৃদয়।

কারো কারো ক্ষেত্রে এই নামটার সাথেই জড়িয়ে আছে বিশ্বাসঘাতকতা,ছলনা,প্রতারণা আর টাইমপাসের মতো ন্যাক্কারজনক ঘটনা।

যা যতোটা না কষ্ট দেয় তার থেকে বেশি ঘৃণার জন্ম দেয়। জন্ম দেয় অবিশ্বাসের।

প্রাক্তন মানুষটা জীবনে থাকে না ঠিকই তবে হৃদয়ের এক তৃতীয়াংশ জুড়ে থাকে সারাজীবন।হয়তো সময়ের সাথে সাথে ভালোবাসা আর মায়াটা আগের মতো থাকে না।কোন অধিকার থাকে না।তবুও মনের গভীরে খুব গোপনে একটা জায়গা জুড়ে রয়ে যায় নিরবে,নিভৃতে।

শত চেষ্টায়ও তাকে চিরতরে মুছে ফেলা যায় না।চাইলেই পাখির মতো বুকের খাঁচা থেকে মুক্ত করে দেয়া যায় না।ইচ্ছে করলেও ভুলে থাকা যায় না।

ভুলে যেতে চাইলেও কেমন জানি বেশি বেশি মনে পড়ে।সারাদিনের ব্যস্ততার মাঝেও হুটহাট মনে পড়ে।

মনে পড়ে নিঃসঙ্গতায় আর একাকিত্বে।

কখনো কখনো মনে পড়তেই চোখের পাতা ভিজে যায় আবার কখনো কখনো টুপ করে দু'ফোটা অশ্রু গড়িয়ে যায়।কখনো বা মনে পড়তেই বুকের পাঁজর চিড়ে একটা লম্বা দীর্ঘশ্বাস বেড়িয়ে যায়।

কখনো তা প্রকাশ করা যায় আবার যায় না।

তবুও জীবনের এক ধূসর সত্য প্রাক্তন। এক বুক শূণ্যতার নাম প্রাক্তন।একটি দগদগে ক্ষতের নাম প্রাক্তন।এক অবিনাশী মায়ার নাম প্রাক্তন।

যা ছিলো,আছে আর থাকবে আমৃত্যু।

1
$ 0.01
$ 0.01 from @TheRandomRewarder

Comments