ম্যাডাম যখন বউ-২" ১৭তম পর্ব !

0 13
Avatar for soyed
Written by
4 years ago

"ম্যাডাম যখন বউ-২"

১৭তম পর্ব ! !

আকাশের বুকে চিনচিন ব্যথা হতে থাকে। যদি প্লানটা ফেল হয়ে যায়? দেখতে দেখতে বাসটা আকাশের চোখের আড়ালে চলে যায়... বাসটার পিছনে যদিও ৩টা গাড়ি যাচ্ছে ফলো করতে করতে, তবুও আকাশের কিছুটা খারাপ লাগে..। এখন ফোনের অপেক্ষায় আকাশ.. আরোহী, আজ তার ভীষণ মন খারাপ। এর আগে পিয়াস যখন এখানে আসতো, তার সাথে কথা বলার জন্য মনটা উরু উরু করতো আরোহীর। আজকে সেই পিয়াসকেই তার অসহ্য লাগছে। বারবার আকাশের চেহারাটা ভেসে উঠছে তার সামনে..। জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে সে। অবশ্য পিয়াস এর মাঝে অনেক কথাই বলেছে কিন্তু কোনো প্রতিউত্তর পায়নি..। প্রায় ২০ মিনিট পরে বাসটা এক জায়গায় থামে। -- আরোহী, তুমি একটা বসো; আমি আসছি..(পিয়াস) --..... পিয়াসের বমি বমি লাগার কারণে বাস থেকে নেমে পরে। ভুলক্রমে ফোনটা আরোহীর পাশ (সিটে) ফেলে আসে..। এর আগে বাসে যাতায়াত করা হয়নি পিয়াসের, তাই বমি বমি লাগছে..। একেক সময় তার একই কাজে একেক কৌশল প্রয়োগ করে পিয়াস। আরোহীর ক্ষেত্রে সম্পূর্ণ নতুন; বাস। পিয়াস গিয়ে বাসের কিছুটা দূরে দাঁড়ায়; বাস ছাড়ার অপেক্ষায়। অসহ্য লাগে বাস, তার কাছে..। পিয়াসের ফোনে একটা কল আসে। ফিরে তাকায় আরোহী। রিছিভ করতে না চেয়েও গুরুত্বপূর্ণ ভেবে ফোনটা রিভিভ করে আরোহী... -- ঐ এখনো পটাইতে পারলিনা? একটা মাইয়া পটাইতে এত সময় লাগে? আচ্ছা ঐটা বাদ দিয়ে চলে আয়। দেখি এখান থেকে কোন মা* পাই কি না। পাইলে তুইলা নিয়া যামু, যদিও রিস্ক তবুও কিছু করার নাই। ** টা মা** এর অর্ডার পড়ছে। তাড়াতাড়ি চলে আয়। ফ্লাইটের সময় হয়ে আসছে..।(ফোনের অপাশ থেকে) কথাটা শুনেই আরোহীর মাথা ঝিম ধরে যায়। তার পায়ের নিছ থেকে যেন মাটি সরে যায়। বসে থাকতে পারছেনা সে, মাথায় প্রচণ্ড চাপ অনুভব করছে। কি শুনলো ও? ভুল শুনলো নাতো? কি করবে এখন সে? পিয়াসকি তাহলে ততদিন এমনকি এতদিন আমার সাথে অভিনয় করে আসছে? কিভাবে পারলো এটা ও? হ্যা, এটা ওর দাঁড়াই সম্ভব। এটাই ওর পেশা..। পিয়াসকি তাহলে আকাশের তৃশিমানায় যাওয়ার সাহস করতো? কি করা উচিৎ তার? খুব ঠান্ডা মাথায় ভাবতে হবে..। ফোনটা আগের যায়গায় রেখে দেয় সে। প্রায় মিনিট খানেকপর পিয়াস ফিরে আসে, বাস এখনো ছাড়ছেনা..। আরোহী যথেষ্ট স্বাভাবিক থাকার চেষ্টা করছে.. -- পিয়াস... -- হুম, বলো..? -- আমার একটা কাজ আছে, তুমি ১মিনিট বসো। আমি আসছি.. -- কিছু আনবে? -- হুম -- ওকে বলো, আমি নিয়ে আসছি.. -- না না, তুমি থাকো। আমি এক মিনিটের মধ্যে যাবো আর আসবো.. এই বলে পিয়াসকে আর কিছু বলার সুযোগ না দিয়ে নেমে আসে আরোহী। দেখে, পিয়াসও সিট থেকে উঠে দাঁড়ালো। নামবে? হয়তো! আমাকে পালাতে হবে, যেভাবেই হোক পালাতে হবে। আরোহীর সামনে একটা গাড়ি এসে থামে, পছনে দুইটা পুলিশের গাড়ি শব্দ করতে করতে আসছে.. -- ম্যাডাম, আমি কি আপনাকে সাহায্য করতে পারি?(ড্রাইভার) আরোহী কিছু না ভেবেই উঠে বসে তাতে। -- ভাইয়া, তাড়াতাড়ি চলুন প্লিজ.. -- জ্বি গাড়ি স্টার্ট করে অনির্দিষ্ট গন্তব্যে, ড্রাইভার। -- ম্যাডাম, কোথায় যাবেন? -- অনেক দূরে..। না না বেশি টাকা নেই, কাছেই কোথাও। -- ম্যাডাম, আপনার কাছ থেকে টাকা নেব কেন? বলেই জ্বিহবায় কামর দেয় ড্রাইভার। -- মানে? -- না মানে ম্যাডাম, আজকে আমার একটা বিশেষ দিনতো তাই ভারা ৯০% ছার। -- অহ.. কিছুক্ষণ পর। -- ম্যাডাম, কোথায় যাবেন বললেন নাতো!! --.... মুখ ফসকে বলে ফেলে ড্রাইভার, -- বাড়ি থেকে পালিয়ে এসেছেন? ড্রাইভারের কথা শুনে কিছু একটা ভাবে আরোহী..। আকাশের কাছে ফিরে যাবে! কেন যাব? আকাশতো আমায় ভালোবাসেনা। বাসলেতো অন্তত আমায় একবার হলেও আটকাতো। কিন্তু সে তো আমায় হাসিমুখে বিদায় দিলো। তাছাড়া সে কোনোদিন বলেছে যে, সে ভালোবাসে আমায়? আমিই শুধু শুধু তার ঘাড়ে বয়ে ছিলাম এতদিন। বড্ড অভিমান হয় আকাশের উপর। নাহ, যাবনা তার বাড়ি। কেন যাবো আমি!! ঘোর কাটে ড্রাইভারের ডাকে, -- ম্যাডাম...? -- ও হ্যা হ্যা, জ্বি ভাইয়া.. -- কোথায় থাকবেন ঠিক করলেন? --..... ড্রাইভারের ফোনে একটা কল আসে.. -- *** *** ** -- জ্বি -- ** **** *** ** -- ওকে ওকে, জ্বি স্যার। -- ***** -- জ্বি স্যার। ফোনে কথা বলা শেষে, -- ম্যাডাম, আমার স্যারের বাসা সামনে সেখামে হাফ বাসা ফাকা, থাকবেন সেখানে? স্যার তার স্ত্রী ও তার দুই মেয়ে থাকে সেখানে.. -- আমার কাছে ভাড়া থাকার মত টাকা নেই। -- আরে সমস্যা নেই ম্যাডাম। উনি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক। আপনার সমস্যা ঠিক বুঝতে পারবেন। খুব ভালো মানুষ তিনি। আরোহী কি করবে বুঝতে পারছেনা। যাওয়া কি ঠিক হবে? আকাশের কাছে ফিরে যাবো? নাহ, আকাশের কাছে আর এমনি এমনি যাচ্ছিনা.. -- জ্বি চলুন... গাড়ি গিয়ে থামে একটা বড় বাসার সামনে। ড্রাইভার আরোহীকে নামতে বলে। আরোহী নামা মাত্রই কোথা থেকে যেন দুইটা মেয়ে এসে আরোহীকে জরিয়ে ধরে। এরপর একজন মহিলা ও চাচার বয়সী একজন লোক বাসা থেকে বেড়িয়ে আসে আরোহীর কাছে। যেন আরোহীর আসার অপেক্ষায়ই ছিল। কেমন কেমন যেন লাগছে এদের, আরোহীর। তবুও কিছু বলছেনা। আরোহীকে ভিতরে নিয়ে যায় মহিলা। আর তার স্বামী ড্রাইভারের সাথে কোথায় যেন যায়। -- কি নাম তোমার, মা? -- আরোহী... -- বাহ বেশ সুন্দর নামতো.. --.... কিছুক্ষণ পর মহিলার স্বামী আসে... -- সবই তো শুনলাম, মজিদের মুখে। আপাদত তুমি এখানেই থাকো, ভারা লাগবেনা। বাসা এমনেই খালি পড়ে আছে। তুমি থাকলে কোনো অসুবিধে হবেনা। আর কাজ নিয়ে তোমায় কোনো চিন্তা করতে হবেনা। আমি ব্যবস্থা করে দেবো..! আরোহী অবাক হয়ে তাকায় লোকটার মুখে। এতকিছু ভেবে ফেলেছে সে? নাহ, কিছু একটা গন্ডগোল আছে..। কি করি এখন? লোকটি আবার বলে... -- তুমি চাইলে আমাদের এই পাশে রুমে থাকতে পারো, নয়তো ঐ সাইটের রুমেও থাকতে পারো। ফ্ল্যাটটা আসোলে অনেকটা ভাগ করা মাঝখান থেকে। ২টা ফ্যামিলি বাড়ি। এখন আমড়াই থাকি। অন্যপাশটা খালি পড়েই থাকে, তুমি থেকো.. পরে আরোহোকে সব বুঝিয়ে দেয়। আরোহীর কেমন যেন লাগছে, তবুও কিছু বলছেনা। অবশেষে বিশ্রামের জন্য কিছুটা সময় পায় আরোহী... ১১:২৩ এ এম বাজে।শুয়ে শুয়ে ভাবছে আরোহী, আচ্ছা আমাকে না পেয়ে পিয়াসের অবস্থা কি হয়েছে? আকাশের কাছেকি ফিরে যাওয়া যায় না? নাহ, যায়না। বাড়ির কথা খুব মন পড়ছে তার। একবার যেতে চাইছে আবার কেন যেন বাধা পাচ্ছে। কি হতে যাচ্ছে তার সাথে সেটাও বুঝতে পারছেনা সে... ! To be continued....

2
$ 0.14
$ 0.14 from @TheRandomRewarder
Avatar for soyed
Written by
4 years ago

Comments