গল্পটা অামার এক ছোট ভাইয়ের। ছেলেটা পাগলের মত ভালবাসত তারই জুনিয়র এক মেয়েকে। মেয়েটা তাকে অনেক স্বপ্ন দেখিয়েছিল। উচ্চাকান্খী মেয়েদের মন চেন্জ যে হতে পারে সেটা বুঝতে পারেনি সহজসরল ছেলেটি। হঠাৎ করেই মেয়েটি সব যোগাযোগ বন্ধ করে দিল। বহুকষ্টে দেখা করলে মেয়েটি বলল বিশাল বড় এক ব্যবসায়ীর সাথে তার বিয়ে ঠিক হয়েছে; সো সে যেন তাকে ভুলে যায়। পুরো অাকাশটা যেন ভেন্গে পড়ল ছেলেটার মাথায়। অনেক বুঝিয়েও কোন লাভ হল না; মেয়েটা উল্টো অারো ভয় দেখাতে চাইল।
ভাবছেন এরপর ছেলেটা দেবদাস হয়ে পথে পথে ঘুরে বেড়াতে লাগল? বিষ খেয়ে জ্বালা মেটাল?
না; ছেলেটা তার মাস্তান বড়ভাইকে সব বলতেই উনি তাকে বললেন ভাবিস না; বড়ভাই খবর নিয়ে জানতে পারলেন মিস বাটপার বিয়ের শপিং করবেন অমুক জায়গায়; তারপরই লোকজন নিয়ে প্রেমিকা ম্যাডামকে মুখ হাত বেধে নিজে পাজাকোলা করে উঠায় নিয়ে অাসলেন সহজসরল ছেলেটার কাছে। প্রেমিকা ম্যাডামকে চেয়ারে বেধে নরম গালে হালকা চড় পড়তেই ম্যাডাম বিয়েতে রাজি হলেন। কাজি ডেকে বিয়েটা পড়ানো হয়ে গেল। এদিকে মেয়ের বাবা মাও মান সম্মানের ভয়ে বিয়ে মানতে বাধ্য হল।ছেলে মেয়ে দুটোর এখন একটা কিউট ফুটফুটে গোল বাবু হয়েছে।
খুব সুখেই অাছে এখন ওরা।
অাসলে এমনই হওয়া উচিত ছেলেদের। কেউ যেন কখনো কোন সহজসরল ছেলেকে ধোকা দিতে না পারে।ছেলেদের নিষ্পাপ ভালোবাসারও দাম অাছে
ভাই-বোন সম্পর্কের তুলনা না একই মুদ্রার এপিঠ আর ওপিঠ যার কারণে তাদের সাথে মিল থাকে। গল্পটি লেখার জন্য লেখককে ধন্যবাদ জানাই।