একটি দলের মহাসচিব ইনি!

0 27
Avatar for soyed
Written by
3 years ago

একটি দলের মহাসচিব ইনি!

সিমপ্লিসিটি দেখে অভিভূত হই।

-

সূরা ফাতিহা পড়েছেন, জীবনে একবার হলেও তো পড়েছেন। তাইনা? তাহলে কী কখনও সেই আয়াত দুটির প্রতি নজর দিয়েছেন? আই মিন, কখনও কী ওই আয়াত দুটির অর্থসহ পড়েছেন?

আয়াত দুটি হচ্ছে, ' আমাদেরকে সোজা পথে পরিচালিত করো! তাঁদেরই পথে, যাঁদের উপর তুমি অনুগ্রহ করেছো; তাদের পথে নয়, যাদের উপর গযব নিপতিত হয়েছে এবং পথভ্রষ্টদের পথেও নয়'

দেখুন তো কাদের পথে যেতে দোয়া চাইতে বলছেন আল্লাহ্ পাক? তাদের পথে? যারা দুনিয়ায় আপনাকে কিছুদিনের ধন দৌলত ও পাওয়ার দিবে! নাহ, তাদের পথে নয়!

আরও ভাল করে খেয়াল করুন, সোজা পথে পরিচালিত করতে দোয়া চাইতে বলা হচ্ছে। সোজা মানে সরল পথ। আমরা জ্যামিতিতে পড়ে থাকি, রেখা অনেক প্রকার হয়। একটি রেখা হচ্ছে Straight Line তথা, সরল রেখা। এই রেখা 0 ডিগ্রী থেকে 180 ডিগ্রী অবদি থামলে আপনি দুটি সমকোণের পরিমাপ পাবেন।

একজন জ্যামিতিক কিংবা গণিত বিশারদের কাছে এসব কথা উপভোগ্য। কিন্তু, আল্লাহ্ যে সরল পথের কথা বলছেন আর সেই সরল পথটিও যে 0 ডিগ্রী থেকে আপনাকে কোনো হেরফের না করে সোজা 180 ডিগ্রী অবদি নিয়ে চলেছে, তা কী কখনও ভেবেছেন?

ড্যাভিয়েন্স মানে বক্রতা। জীবনে বক্রতা থাকে। কিন্তু একটি পথে যখন চলে আসবেন আর সেটি যদি সরল পথ হয় তাহলে আর বক্রতার দেখা পাবেন না। সেটাই আল্লাহর পথে নিয়ে যাবে।

আমি যতই বলিনা কেন, সহজ বা সরল পথে আপনাকে আসার জন্য আপনি ভুলে যাবেন। কারণ এটাই প্রাবৃতিক। মানুষ তেমন কিছু মনে রাখতে পারেনা যতক্ষণ না দৃঢতার সাথে কাজেও মনের মিল না ঘটায়। মানে প্র্যাক্টিস এন্ড প্র্যাক্টিস।

যত পারবেন, এটাই মনে করবেন যে, প্র্যাক্টিস মেইকস্ অ্যা ম্যান পার্ফেক্ট। আর একজন মুমিন কো স্বাক্ষ দিলেই হয়না, কাজেও ইমপ্লিমেন্ট করতে হয়। সেই জন্য প্র্যাক্টিসের বিকল্প নাই।

আসি ছবির মানুষটির কথা নিয়ে। একজন আল্লামা জুবাইর বহু ছাত্রদের শিক্ষক। বহু নেতাদের নেতা। নির্বিক একজন যোদ্ধা। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ব্যক্তি। বহু বইয়ের লেখক। বহু বইয়ের অনুবাদক। সর্বোপরী, একজন আপাদমস্তক সংগঠক।

এই আল্লামা জুবাইরকে দেখে, তাঁর মেধার সাথে হেরে গিয়ে অনেকেই এখন পাগল প্রায়। তবে ওনাকে বলতে শুনি, আমাকে কেউ মজলুম বলবেনা। মজলুম বললে আরেকজনকে আমার কারণে তোমরা জালিম বানিয়ে দিবে।

আহা!

এগুলো মুগ্ধ করবেনা?

কোন নেতা আছে? যিনি আপনাকে বলবেন, মা-বাবার সেবা করো। মানুষের সেবা করো। ইসলামের সেবা করো। কখনও, কারও ক্ষতি করোনা। এসব বলার?

যাহোক, লেখা না হয় একটুখানি লিখেছি। কিন্তু মানুষটি যত বড়, তার প্রতি এই লেখা ০.০০০০০০০০০১ পার্সেন্টও হয়তো হবেনা। কারণ, তিনি সব সময় আল্লাহ্ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওনার পথে আসতে আহবান করেন।

2
$ 0.00
Avatar for soyed
Written by
3 years ago

Comments