0
8
করোনা ভাইরাস প্রতিদিন নিত্য নতুন অভিজ্ঞতার জন্ম দিচ্ছে। পজিটিভ রোগীর বাড়ি লকডাউন করতে গিয়েছিলাম। ঠিকানা নিয়ে বাড়ির কাছে গিয়ে আমার সাথে থাকা সাব-ইন্সপেক্টর রোগীকে ফোন দিলেন বাড়ির লোকেশন কনফার্ম করার জন্য। বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম গাড়ির বামে ছাইরঙা টিশার্ট পরিহিত যে ভদ্রলোক অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিলেন উনি ফোন ধরলেন। ফোন ধরে বললেন, আমিই রোগী, আপনাদের জন্য রাস্তায় অপেক্ষা করছি, বাড়ি খুঁজে পান কিনা তাই আপনাদের নিতে এসেছি! কিছুক্ষণ হতবাক হয়ে চুপ করে বসে থাকলো গাড়ির সবাই। সম্বিৎ ফিরে পেলে সাব-ইন্সপেক্টর যখন তাকে বকাবকি শুরু করলেন তখন তিনি ধীরে ধীরে বাড়ির দিকে এগোতে থাকলেন। আমরা হতভম্ব হয়ে বসে রইলাম।