যোজক

0 7

বক্তিক যােজক, অপেক্ষক ও এর প্রতীকীরূপের তালিকা

তাতে

যৌ্তিক

যােজকের

অপেক্ষক

অপেক্ষকের

অপেক্ষকের

যােজকের

শাব্দিক রূপ

প্রতীক

দৃষ্টা্ত

প্রতীকী রূপ

যােজক

সংযৌগিক এবং,

আর, কিন্তু

সংযৌগিক | রাসেল হন

দার্শনিক এবং

ও,

অপেক্ষক

P १

যােজক

(Dot)

সাহিত্যিক।

গিক

গিক

বস্তুত

সঙ্গে

বৈকল্পিক

লােকটি হয় সৎ

বৈকল্পিক

যােজক

হয়-নয়, হয়-

না হয়, বা,

অপেক্ষক

অথবা বুদ্ধিমান

pv q

(Vel)

অথবা, কিংবা

প্রাকষ্থিক যদি-তাহলে,

প্রাকল্পিক

যদি বৃষ্টি হয়

নটি

যােজক

যদি-তবে,

(Imply)

অপেক্ষক

তাহলে মাটি

যখন-তখন

ভিজবে।

দান

ক্তক

বচন

ছাত্ররা পরীক্ষায়

পাস করবে যদি| p = q

সমমানিক যদি

এবং

সমমানিক

যােজক

কেবল যদি

(Equiv) | অপেক্ষক

মন,

এবং কেবল যদি

তারা ভালােভাবে

পড়াশােনা করে।

নিষেধক

না, নয়, নি

নিষেধক

লােকটি সৎ নয়।

বা

যােজক

(Negation)°¶*

1
$ 0.00

Comments