২৩ শে সেপ্টেম্বর,২০২০, বুধবার
অাজ ২৩ শে সেপ্টেম্বর। পৃথিবীর সর্বত্র দিন রাত্রির দৈর্ঘ্য সমান হবে। অর্থাৎ দিন যতক্ষণ হবে রাতও ততক্ষণ হবে।
কেন এমন হয় ?
অাজকের দিনে সূর্য এক গোলার্ধ থেকে অন্য গোলার্ধের দিকে গমন করে। যার ফলে উত্তর গোলার্ধের দেশগুলো ধীরে ধীরে শীতকালীন অাবহাওয়র দিকে এগিয়ে যায়। তবে এ সময় অধিকাংশ জায়গায় শরৎ ও হেমন্ত কাল বিরাজ করে।কোথাও কোথাও বসন্তকালীন অাবহাওয়া দেখা যায়।
এই ঘটনাকে সেপ্টেম্বর ইকুইনক্স বলা হয়। এর অাগে দিনের দৈর্ঘ্য বেশি থাকে এবং রাতের দৈর্ঘ্য কম থাকে। কিন্তু এরপর থেকে রাতের দৈর্ঘ্য বাড়তে থাকে এবং ২২ ডিসেম্বর সবথেকে বড় রাত হয়।
Wow its a awesome article.thank you for article.