Rebound Relation

0 11
Avatar for skshuvo
4 years ago

rebound relation:

এই জিনিসটা হচ্ছে আপনি আপনার এক্সকে ভুলার জন্য অথবা এক্সকে জেলাস ফিল করানোর জন্য অন্য একটা মানুষের সাথে রিলেশনে যাওয়া। এই টাইপের রিলেশনগুলো খুব একটা দীর্ঘস্থায়ি হয় না। দীর্ঘস্থায়ি না হবার পিছনে অনেক কারন আছে।

প্রথম আর প্রধান কারন হচ্ছেঃ আপনার আগের রিলেশন অফিসিয়ালি ব্রেকাপ না করে অন্য একটা রিলেশিনে জড়ানো। মানে হচ্ছে কোন কারনে আপনার আগের রিলেশনটা ঝুলে ছিল। কিন্তু আপনারা ব্রেকাপ করেন নি। আগের রিলেশনে আপনার পার্টনারের অবহেলা হয়তবা আপনাকে বাধ্য করে rebound রিলেশনে যাওয়ার। rebound relation এ যাবার পর আপনি সবচেয়ে বড় যে ভুলটি করেন সেটা হল আপনার বর্তমান মানুষটিকে ঠিক মত ভালবাসতে পারেন না। আপনাকে প্রতিনিয়ত আগের মানুষটির স্মৃতি তাড়া করে। আর সবচেয়ে খারাপ বা কষ্টের ব্যাপারটা হচ্ছে - আপনার বর্তমান মানুষটার প্রথম ভালবাসা বা প্রথম রিলেশনই হচ্ছে আপনার সাথে৷ তখন বর্তমান মানুষটা আশা করবেই সে যেমন আপনাকে ভালবাসে- আপনিও তাকে সেইরকম ভালবাসেন। কিন্তু এইটা হয় না। শুরু হয় অশান্তি। তাই ব্রেকাপ করে একটা ছোট খাট বিরতি নিয়ে নিউ রিলেশনশিপে যাওয়া আপনার জন্যই ভাল।

rebound relation এ যাবার আগে একটা জিনিস খেয়াল রাখবেন- যার সাথে rebound এ যাচ্ছেন তারও যেন পাস্টে একটা রিলেশন থাকে। তখন দুইজন দুইজনকে বুঝতে সুবিধা হয়। অথবা রিলেশনের শুরুতেই সব কিছু খুলে বলে দিবেন। কোন কিছু লোকাবেন না।

এই অশান্তি শুরু হলে আপনার এক্সের কথা মনে পড়বে। এক্সের সাথে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যোগাযোগ করতে চাবেন। এখন এক্সও যদি কোন কারনে আপনাকে এখনও মিস করে বা ভালবেসে থাকে তাহলে শুরু হবে আপনার এক্সের সাথে আবার রিলেশন।

তো মাঝখান দিয়ে বাশ খাবে আপনার rebound relationship এর মানুষটি।

1
$ 0.00
Avatar for skshuvo
4 years ago

Comments