যে ছেলের অলরেডি ভালো জব,ভালো ফ্লাট, বাড়ি-গাড়ি আছে তার গলাই ঝুলে পড়ার মত মেয়ের অভাব থাকে না। তখন তার জীবন যুদ্ধে সাহায্য করার মত কোন পর্টনারও দরকার হয় না।
ফলে,তার মধ্যে আর ভালোবাসা জন্ম নেই না।
বরং সেটা ভোগ বিলাসের বস্তু হিসেবে পরণত হয়। তখন সে বউ হয় না,হয় একজন রক্ষিতা।
যে অধিক কষ্টে জীবন যাপন করে। তাকে সাহায্য করার মত লাইফ পার্টনার দরকার হয়। কিন্তুু আজকাল মেয়ের অভিবাবকরা সব সময় চান ছেলে যেন পুরোপুরি এস্টাবলিশড হয়। তার যেন অলরেডি বাড়ি-গাড়ি থাকে!
মানুষ সব সময় তাকেই বেশি ভালোবাসে,আপন বেশি মনে করে,যে ছিল বিপদ মুহূর্তের সাথী। জীবনের বিভিন্ন কঠিন সময়ে যারা আমাদের পাশে থাকে তাদের কে আমরা ভুলতে পারি না.....!!
অপ্রতিষ্টিত একটা ছেলেকে ভালোবেসে প্রতিষ্টিত অবদি নিয়ে গিয়ে অতঃপর ফ্যামিলিকে মানিয়ে বিয়ে করে সারা জীবন পাশে থাকার মাঝেই প্রকৃত অসাধারণন্ত লুকায়িত থাকে। একসময় সম্পর্কটা সত্যি সত্যিই স্বার্থের উর্ধ্বে উঠে যায়
ভালোবাসার মানুষ টিকে পাশে নিয়ে বা স্বামী স্ত্রী একসথে সংগ্রাম করে করে জীবন পথে এগিয়ে নিয়ে যায় তাদের বন্ধনটাই হয় সবচেয়ে মজবুত,দীর্ঘস্থায়ী!!
পরিশেষে, আমরা যখন জীবন যুদ্ধে একা একা জয়ই হওয়ার পর কাউকে পেলে তা কখনো কঠিন সময়ে যে ছিলো তার মত হয়না !!
Nice