
#মৃত_সাগরে_লবণের_দ্বীপ

মৃত সাগরের অবস্থান জর্ডান ও ইসরায়েল এর মধ্যবর্তী অংশে। এটি মূলত একটি লবণাক্ত হ্রদ। সাধারণত সমুদ্রের পানিতে লবণের পরিমাণ থাকে ৩ থেকে ৬ শতাংশ। কিন্তু মৃত সাগরে লবণের পরিমাণ ৩৪ শতাংশ যা সাধারণ সমুদ্রের পানির থেকে প্রায় ১০ গুণ বেশি। অর্থাৎ, মৃত সাগরের প্রতি লিটার পানিতে প্রায় ১.২৪ কেজি লবণ আছে। এই পানির লবণে প্রায় ৫০% ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ৩০% সোডিয়াম ক্লোরাইড, ১৪% ক্যালসিয়াম ক্লোরাইড, ৪% পটাসিয়াম ক্লোরাইড আছে। তাছাড়া মৃত সাগরের পানিতে নানা ধরনের খনিজ উপাদান রয়েছে যা বিভিন্ন জটিল রোগ নিরাময়ে ব্যবহৃত হয়।Science Bee
মৃত সাগরের অতিরিক্ত লবণাক্ততার জন্য এখানে কোনো প্রাণের অস্তিত্ব নেই, কোন উদ্ভিদ বা মাছ এখানে বাঁচে না। সাগরটিতে কেবল কিছু ব্যাকটেরিয়া, ছত্রাক ও অণুজীবের অস্তিত্ব পাওয়া গিয়েছে। মৃত সাগরে ভাসমান অবস্থায় দেখা যায় কিছু গোলাকার লবণের দ্বীপ, এমন একটি দ্বীপে ছিলো এই সাগরের একমাত্র গাছ। গাছটি মূলত পর্যটকদের জন্য লাগানো হয়েছিলো, একজন লোক প্রতিদিন গাছটির গোড়ায় খনিজ উপাদান মিলানো কাদামাটি দিয়ে যেতো তাই গাছটি টিকে ছিলো। জানা গেছে গাছটি এখন আর নেই, কিছু পর্যটক গাছটিতে উঠে ছবি তুলার চেষ্টা করেন। তখন গাছটি ভেঙে যায়।

Great post dear friend. Keep it up