কম্পিউটার এর যত্ন

0 4
Avatar for shakib6472
4 years ago

পর্ব -১

১সিপিইউ এর যত্ন।

২)সিপিইউ কুলার এর যত্ন।

৩)র‍্যাম এর যত্ন।

৪)জিপিইউ এর যত্ন।

৫)এসএসডি এর যত্ন।

৬)এইচডিডি এর যত্ন।

৭)চ্যাসিস ফ্যানের যত্ন।

৮)চ্যাসিসের যত্ন।

৯)কিবোর্ড এর যত্ন।

১০)মাউস এর যত্ন।

১১)মনিটর এর যত্ন।

১২)ইলেকট্রিক কানেকশন এর সুরক্ষা।

বিস্তারিত-

১)সিপিইউ এর যত্ন-

সিপিইউ হচ্ছে কম্পিউটার এর মস্তিষ্ক। সিপিইউ এর যত্ন নেয়া অনেক জরুরি। সিপিইউ এর যত্ন বলতে সঠিক ভোল্টেজে সিপিইউ রান করা,বছরে সম্ভব হলে দুই বার নাহলে অন্তত একবার থার্মালপেস্ট চেঞ্জ করে নিলে ভালো তবে ২-২.৫ বছরের বেশি সময় এর জন্যে একই থার্মালপেস্ট রাখা উচিত না। আপনি যদি সিপিইউ বেজড কাজকর্ম সেরে থাকেন তাহলে আপনার উচিত কম সময়ের মধ্যেই চেঞ্জ করে নেয়া। বাজারে অনেক ধরণের থার্মালপেস্ট আছে। চেষ্টা করবেন Arctic MX-4 (৬৫০ টাকা) অথবা Thermaltake TG-7 (১০০০ টাকা) ব্যবহার করতে। কমদামি থার্মালপেস্ট এভোয়েড করাই বেটার। থার্মালপেস্ট চেঞ্জ না করলে থ্রটেলিং দেখা দিতে পারে ফলে সিপিইউ কাঙ্ক্ষিত পারফরম্যান্স ডেলিভার করতে পারবেনা। সিপিইউ টাচ করার সময় সাবধানে করা উচিত কারণ PGA পিন লে-আউট অনেক দূর্বল তুলনামূলকভাবে পিন ভেঙে গেলে বিপদ।

২)সিপিইউ কুলার এর যত্ন-

আপনি যদি এয়ারকুলার ব্যবহার করে থাকেন তাহলে ৩-৪ মাস পর পর CPU_Fan হেডার থেকে পাওয়ার কানেকশন খুলে ব্লোয়ার দিয়ে বাতাস দিতে পারেন। কটনবাড দিয়ে কুলারের ফ্যানের ময়লা পরিষ্কার করে নিতে পারেন। যদি আপনি AIO ব্যবহার করে থাকেন তাহলে রেডিয়েটর এ ব্লোয়ার দিয়ে আর পাতলা ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিবেন। কাস্টম ল্যুপের ক্ষেত্রে বিষয়টা অত্যন্ত গুরুতর এবং ভেজালে ভরা প্রসিজার...! সবকিছুই পরিষ্কার করতে হয়। AIO এর ক্ষেত্রে ওয়ারেন্টি পিরিয়ডের পর রেডিয়েটর এ থাকা কুলেন্ট চেঞ্জ করে নিলে ভালো। এয়ারকুলারের ক্ষেত্রে ৬ মাস বা ১ বছর পর পানিতে ধুয়ে নিলেও হয়।

৩)র‍্যাম এর যত্ন-

যেসমস্ত র‍্যামে হিটসিংক নেই সেসমস্ত র‍্যামের ক্ষেত্রে ছোট মেকাপ ব্রাশ দিয়ে ব্রাশ করে নিলেই হয়,আর হিটসিংক থাকলে আইসোপ্রোপাইল এলকোহল দিয়ে আর কটনবাড দিয়ে পরিষ্কার করে নিলে ভালো। র‍্যামের কানেক্টরে ময়লা জমলে পেন্সিলের দাগ মুছার ইরেজার দিয়ে ঘষে পরিষ্কার করে নিলেই হবে।

পর্ব - ২ আগামি দিন পোস্ট হবে

0
$ 0.01
$ 0.01 from @TheRandomRewarder
Avatar for shakib6472
4 years ago

Comments