ভুল সময়ে আমরা ভুল মানুষগুলোকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে নিজের অস্তিত্ব কে তিলেতিলে ধ্বংস করি। আসলে ভেবে দেখিনা কোনটা ঠিক কোনটা ভুল বা কাকে আর কাদেরকে আপনি বা আমি ভালোবেসে সর্বোচ্চ প্রায়োরিটি দিচ্ছি? আর কাদের কাছেই বা নিজেকে বার বার ছোট করছি? প্রায়োরিটি দিচ্ছেন ভালো কথা, কিন্তু আদৌও কি সে প্রায়োরিটি পাওয়ার যোগ্য কিনা তা ভেবে দেখি না?
কথায় আছে, যার জন্য করি চুরি সেই বলে চোর।আপনি আমি যাদের সরল মনে ভালোবাসবে, সম্মান করি, কেয়ার করি, খোজ নিয়ে দেখেন, সে ওই ভালোবাসাটাকে মিথ্যা অপবাদ দিয়ে ছুড়ে ফেলে দিবে!! অপমান করতে দুইবার ও ভাববে না, ইভেন আপনার আমার পিছনে, আমাদের পরিচিতদের কাছে বদনাম করবে, অথচ আপনার সামনে সে সাধু হয়ে থাকবে, যেন ভাজা মাছ টা উলটে খেতেই পারে না।
আসলে এই গিরগিটি টাইপের মানুষগুলা কে চিনতে না পেরে ভুল করাটা একদম স্বাভাবিক, কেননা এরা মানুষের মতোই দেখতে। দেখলে মনেই হবে না এরা এমন টাইপের। কিন্তু পাপতো বাপ কেও ছাড়ে না! তেমনি যে যেমন করবে তার ফল সেরকমই ভোগ করতেই হবে কোন না কোন দিন, আর কোন না কোন সময়ে। আমরা নিজেরা চুপ থাকতে পারি ঠিকি, কিন্তু প্রকৃতির নিয়ম কখনো ছাড়বে না কখনওই না! যারা কাউকে বিনা কারনে ছোট করে অপমান ও অপদস্ত করে, এটা বিশ্বাস করেন, একদিন প্রকৃতি উলটা ঘুরবে, সেদিন নিশ্চয় বুঝবে, আর বুঝতে হবেই!!
"বস্তুর সাথে জবরদস্তী চলে মানুষের সাথে না"
✍সরওয়ার
ছবি: সংগৃহীত
আসলে এই গিরগিটি টাইপের মানুষগুলা কে চিনতে না পেরে ভুল করাটা একদম স্বাভাবিক, কেননা এরা মানুষের মতোই দেখতে। দেখলে মনেই হবে না এরা এমন টাইপের। কিন্তু পাপতো বাপ কেও ছাড়ে না! তেমনি যে যেমন করবে তার ফল সেরকমই ভোগ করতেই হবে কোন না কোন দিন, আর কোন না কোন সময়ে। আমরা নিজেরা চুপ থাকতে পারি ঠিকি, কিন্তু প্রকৃতির নিয়ম কখনো ছাড়বে না কখনওই না.... সেরা ছিলো 💓