SOS

0 11
Avatar for sarwar
Written by
3 years ago

আমরা প্রায় সবাই এন্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি। আর এই এন্ড্রয়েড ফোনে SOS নামক একটা ফিচার আছে যেটি আপনাকে বড় কোন বিপদের মুহুর্তে সাহায্য করতে পারে। ফিচারটি একটিভ থাকলে জরুরী মুহুর্তে আপনার ফোনের পাওয়ার বাটন-এ পরপর ৩বার চাপ দিলেই আপনার লোকেশন পৌছে যাবে আপনার কাছের মানুষের কাছে (যাদের নাম্বার ঐ ফিচারটিতে আগে থেকেই সংযোজন করা থাকবে)। যেহেতু দেশে দিনের পর দিন ধর্ষণ বেড়েই চলেছে তাই সব বয়সী মা-বোনেরা এই ফিচারটি একটিভ করে রাখতে পারেন।

ফিচারটি একটিভ করার নিয়মাবলি আমি বলে রাখছি-

১। অপশনটি আপনার ফোনের সেটিং অপশনের accessibility-এর মধ্যে পাবেন। যদি accessibility তে না থাকে তাহলে সেটিং অপশনের search আইকনটিতে SOS লিখে সার্চ করলেই পাবেন।

২। প্রথমে ফিচারটি একটিভ করবেন।

৩। Add/Add Number অপশন এ প্রেস করে আপনার আপনজনের নাম্বার সংযোজন করবেন।

৪। ফোনের লোকেশন অপশন সর্বদা on রাখবেন।

৫। দিনে বা রাতে নির্জন কিংবা বিপদজনক এলাকায় যাতায়াতের সময় ফোনের "Data Connection/Mobile Data" on রাখবেন।

৬। বিপদের মুহুর্তে ফোনের পাওয়ার বাটনে পরপর ৩ বার চাপ দিবেন। আর তাহলেই আপনার লোকেশন পৌছে যাবে আপনার সংযোজিত নাম্বারে।

ইনশাআল্লাহ ফিচারটি আপনাদের উপকারে আসবে।

~ ইমন

ছবিঃ সংগৃহীত

2
$ 0.00

Comments