6
13
🌸🌼🌸 অপেক্ষার প্রহর
'অপেক্ষা' শব্দটি আমাদের জীবনের সাথে গভীর ভাবে জড়িত। প্রতিনিয়ত আমারা ভালো সময় আর নতুন দিনের জন্য অপেক্ষা করে যাই। কেউ কেউ করি জীবনের লক্ষ্য পূরণের জন্য অপেক্ষা। আবার কেউ কেউ করি প্রিয় মানুষটিকে কাছে পাওয়ার অপেক্ষা। দিনশেষে আমরা অপেক্ষাকৃত বস্তুটি পাই বা না পাই কিন্তু তার জন্য থেমে থাকি না। আবার নতুন করে শুরু করি নতুন জীবন গড়ার অপেক্ষা। আর এই অপেক্ষার শেষ প্রহর হলো মৃত্যু, যার মাধ্যমে আমাদের সব অপেক্ষার অবসান ঘটে।
লেখা- সরওয়ার আহমেদ
ছবি-সুমাইয়া ইসলাম
তুমি অনেক সুন্দর কবিতা লিখতে পারো চেষ্টা করে যাও আরো ভালো করে লেখা দেখবে তুমি সফল হবেই