কিভাবে করিবে বসবাস ভূবনের মাঝে
সমাজ আজ ডুবে গেছে জুলুমের ছায়া তলে ॥
অন্যায় ,অপরাধ, শোষনের যাঁতাকলে ,
দুঃখের আনলে আজ প্রান কাঁদে।
সমাজের মাথামোটা শিরোমণি!
টাকার গরমে ক্ষমতার দেহভোগী,
বিবেক ,লজ্জা ,ন্যায় বোধ হীন মূর্খ মন্ত্রী।
সমাজকে তৈরি করেছে জাহান্নামের যাত্রী।।
কি লাভ হবে নামাজ, রোজা, হজ্ব ,যাকাত,
দান সদকা ঠেলাঠেলি।
জুয়া ,মাদক ,ধর্ষন ,অন্যায় অবিচার,
তাদের কারনে চলছে এত সব মহৎ কাজ !
হঠাৎ কলাগাছ ফুলে অর্থের মালিকেরা
সমাজে দরিদ্র মানুষের উপর চালায় বর্বরতা।
গরিব, দুঃখী, মেহনতি মানুষের শ্রমের টাকা
ভয়ঙ্কর কালো কৌশলে নিয়ে নেয় সকল তহবিল।
প্রতিবাদ করতে গেলে শারীরিক নির্যাতনের শিকারী।।
সালিশের জন্য মাথামোটা মূর্খ মন্ত্রী তরে
ইশতেহার দেয় হবে বিচার ইনসাফের জলে !
কলাগাছ ফুলা অসভ্য লোক কুকুর শ্রেনী
বাম হাতে দেয় কালো টাকা ,
হয়ে য়ায সকল ন্যায় বিচার একবারে পানি।
এসব কেরামতি শুধু জানে সমাজে শিরোমণি।।
শুনে রাখ কুলাঙ্গার সমাজে শিরোমণি
কত দিন করবি এত বাহাদুরি ?
ফেরাউন ,নমরুদ ,আবু জাহেলের মতো চলে যাবি !
কি হবে পরকালে ,দেখ একটু ভেবে ?
যখন হাজির হবি মহান সত্ত্বা রবের নিকটে ।
কি ভাবে বলবি আমি সকল পাপের পথপ্রদর্শক কারী।।
সমাজের শিরোমণি
মোঃ সরওয়ার আহমেদ
-----------
-----
--
বিঃদ্রঃ ভুল ত্রুটি মার্জনীয় ।।