দুঃস্বপ্ন
-নুসরাত জাহান
আমার একটা অভ্যেস আছে,
হয়তো বদঅভ্যাস,
আদোও জানি না সেটা সঠিক কি বলা চলে।
আমার সাথে কোনো কিছু খারাপ হলে বা অনিয়ম হলে
আমি তা নিছক কোন ঘুমন্ত অবস্থায় দেখা দুঃস্বপ্ন বলে ঘুমিয়ে তাড়িয়ে দিই।
কারন আমি মানি স্বপ্ন তো স্বপ্নই,যা অদৃশ্য।
ঘুম থেকে জাগলে অনেক স্বস্তি পাই যাক আল্লাহ এইটা একটা বাজে স্বপ্ন ছিলো।
কিন্তু কিছু বাস্তবতা ঘুমের চেষ্টা করে খারাপ স্বপ্নে পরিনত করার মত বোকামিটাও আমি করি।
ঘুম ভাঙলে যখন দেখি এটা স্বপ্নে না বাস্তব ছিলো তখন কষ্ট টা কয়েকগুন বেড়ে যায়,
তারপরেও সেই ঘটে চলা মূহুর্ত গুলো এক একটা দুঃস্বপ্ন বলে উড়িয়ে দিতে শিখে গেছি।কারণ আমি মনে করি এসব দুঃস্বপ্ন ভেবে মনের অস্থিরতা বাড়ানোর কোন মানে না।শুধু শুধু আলাদা চিন্তা বাড়ে।বরং আমি এটা ভাবি যে যা হওয়ার তা হলে গেছে সে ভেবে কেন আমি নিজের সময়,তাকে থামিয়ে রাখবো?কেন এমন করে গুটিয়ে নিবো সময়গুলো?
তারচেয়ে বরং যেভাবেই,যা চলছে তা চলতে দিয়ে নিজেকে নিজের মতো করে পরিচালনা করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।এসব ভেবে নিজের চিন্তা বাড়িয়ে কোন লাভ নেই।
আমি মনে করি এসব চিন্তা করে নিজের সময় কোন গুটিয়ে নেওয়ার মত আর কোন বড় বোকামি আর নেই।
ছবি:নুসরাত জাহান
I love poet and most well wonderful poet