কবিতাঃঅন্যায় ভুলে খুল সহানুভূতি দ্বারা

0 3
Avatar for sarwar
Written by
3 years ago

কবিতাঃঅন্যায় ভুলে খুল সহানুভূতি দ্বার।

কলমেঃ মোঃইমন

একজনকে মারতে আসিস একশজন

তোরা কাপুরষ এই কথা মন দিয়ে শোন।

বুকের পাটা থাকলে লড়াই চালা একা

মুখে তো দাবি করিস নিজেকে বাঘ,

আসলে কর্মে তোরা কাক

যা যা ভাগ যতসব লতাপাতার শাঁক!!

চোখের সামনে আসিস মারতে আমার

ভাই বোনদের

পায়ের ডলায় পিষাবো জালেমদের।

শত্রুদের গুনে করি না লড়াই

হিংস্রকে না ডরাই

করি শুধু মনুষ্যত্বের বড়াই।

অহেতুক মারামারি পছন্দ করি না

অন্যায় দেখলে প্রতিবাদ করা ভুলি না

অন্যায় সহ্য করে,অসহ্য যন্ত্রণায় দুলি না।

অন্যায়ের তরে মাথা নীচুতে দেই না

অনেকে ভাবুক আমায় নিয়ে অনেক কিছু

উনাদের চিন্তা আমি পরোয়া করি না!

মৃত্যুর পরশের ছোয়া আমি আকি

তোরা আমায় মৃত্যুর ভয় দেখাস নাকি?

সংশোধন হও, না হয় কলিজাটা টান দিয়ে ছিড়ে আনবো এটাই রেখেছি শুধু বাকি।

সময় থাকিতে বন্ধ কর আত্নঘাতী রাগ

জনসেবায় আসার পূর্বে,মনের হিংস্র পশুকে মার

ভালোবাসায় আঘাত শব্দকে দে ছারখার

খুল খুল ভালোবাসায় সহানুভূতির দ্বার।

২৪সেপ্টেম্বর ২০২০।

1
$ 0.01
$ 0.01 from @TheRandomRewarder

Comments