আমি হেথায় থাকি শুধু
গাইতে তোমার গান,
দিয়ো তোমার জগৎসভায়
এইটুকু মোর স্থান।
আমি তোমার ভুবন-মাঝে
লাগিনি নাথ, কোনো কাজে--
শুধু কেবল সুরে বাজে
অকাজের এই প্রাণ।
নিশায় নীরব দেবালয়ে
তোমার আরাধন,
তখন মোরে আদেশ কোরো
গাইতে হে রাজন্।
ভোরে যখন আকাশ জুড়ে
বাজবে বীণা সোনার সুরে
আমি যেন না রই দূরে
এই দিয়ো মোর মান
~ রবীন্দ্রনাথ ঠাকুর (গীতাঞ্জলি)
ছবি: পিন্টারেস্ট
বাংলা কবিতা মানেই মন ছুয়ে যাওয়ার মতো। আবার অনেক দিন পর এমন সুন্দর মন ছুয়ে যাওয়ার মতো একটা কবিতা পড়লাম।। প্রতি টা লাইন মন ছুয়ে গেলো। অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর একটা কবিতা পড়ার সুযোগ করে দেওয়ার জন্য।। ধন্যবাদ