সেদিন তুমি আসোনি

0 5

সেদিন সকালে মিষ্টি আলোর পরশ ব্যতিত কয়েক ফোটা বৃষ্টি যখন তোমার মুখে পড়েছিল....

তখন কি মনে পড়েছিল আমার কথা??

ইচ্ছে হয়েছিল টিপটিপ বৃষ্টি, মেঘ রুদ্দরের, আলো-ছায়ার খৃনশুটি আর ঠান্ডা হাওয়াকে সাক্ষী রেখে একটা রোমান্টিকতার খোলকে মুড়ে যেতে?

নাকি ঘুমটা তোমার তখনও ভাঙেনি??

বসন্তের ঐ দিনটা তোমার সাথে কাটাবো বলে নিজেকে সাজিয়ে ছিলাম তোমার পছন্দের লাল রঙের, তোমার পছন্দ মতো চোখে দিয়েছিলাম হালকা কাজল, কপালে পড়েছিলাম কালো টিপ, ঠোটে হালকা লাল লিপস্টিক। তুমি খোলা চুল পছন্দ করো, তাই চুলটা খোলাই রেখেছিলাম। তোমার অপেক্ষায় সাজিয়েছিলাম আসার!

কিন্তু তুমি তখনও বৃষ্টির আগল থেকে মুক্তিই পাও নি, পৌছাবে কিভাবে??

সত্যিই তুমি আসো নি.... তোমার ঘরে তুমি বৃষ্টির সাথে লুকোচুরি খেলায় বিভোর।

আর আমি স্টেশনের শেষ বেন্চটায় একলা বসে বৃষ্টিতে ভিজেছি, আর অপেক্ষা করেছি তোমার জন্য।

ওই বসন্ত ভরা ভাল্গুনেও কিন্তু শ্রাবণ ধারা নেমেছিল।

কেউ তো দেখতে পায় নি, বৃষ্টি সেই সুযোগটাই দেয় নি, কারণ জল যে রংহীন।

3
$ 0.00
Sponsors of ruhul112
empty
empty
empty

Comments