কোভিড কারণে লড়াই লড়তে এক হয়েছেন যারা, করোনা নামক আধার আকাশে তেনারাই ধ্রুবতারা।
পুলিশ মামা গায়ক হয়েছেন, কোথাও যে গীতিকার, স্ট্রীট পাহাড়ায় মোতায়েন তারা ঠেকাতে হাহাকার।
কোথাও আবার তারাই রাবণ, মার মিলবে ফ্রি, কোথাও আবার বাইক ধাওয়ায় চলছে ধুম থ্রী
নিজের জীবন তুচ্ছ করে এমবিবিএস হিট, ফেলুদাকে স্বরণ করে তৈরী হয়েছে কিট।
নীল রঙা পিপি ড্রেসেতে থাকছে যারা তাদের, দুঃখ হয় পরিবারকে ছেড়ে, মানে ভোলেন আলহাদের।
দিন রাতকে এক করে যারা ঘোচায় করোনা কার্স(অভিসাপ), কোভিড টেস্ট, কোয়ারেন্টাইন মাঝে, সালাম ডাক্তার নার্স।
মন্ত্রী মসাই, সবার আশাই আপনাদের উপর আজ, লোকের কথা না করে তোয়াক্কা, করেন যদি কাজ।
আশা, খাসা কাজ করছে বাড়ি থেকে বাড়ি ঘুরে ঠেকাতে কোভিড সবাই আজই এক হয়েছে বিশ্ব জুড়ে।
মানুষ আজ আইন হয়ে চোখে কাপড় বেধে থাকে, গুজব শুনে সবার মন আজ মিথ্যে কু- যে ডাকে।
কোথাও পুলিশকে ছোট ভেবে করছে অপমান, কোথাও আবার ডাক্তার নার্সদের হচ্ছে অসম্মান।
রাজনীতিটা এর মাঝে না আনলেই নয়? পরিস্থির মাঝে এখন ছোট্র কোভিডই ভয়।
করোনা হতে বাচাতে যারা লড়ছে মোদের প্রতি, সকলকে আজ সালাম জানাই, সবাইরে প্রণতি।
0
9