কোভিড-১৯

2 6

মৃত্যু যে ককনো ছোট, বড় বা জাত পাত দেখে না তার কোভিড-১৯ প্রমান করে দিল। কারণ কোভিড-১৯ এ আত্রুান্ত হয়ে এখন পর্যন্ত অনেক অনেক বিশিষ্ট, গুণী ও বৃত্তবান লোক মারা গেছে। এর মধ্যে আমাদের দেশের অন্যতম হল সাবেক স্বাস্থ মন্ত্রী এবং এস.এ গ্রুপের চ্যায়ারমেন এই দুজন অনেক বৃত্তবান এবং প্রচুর ধন সম্পতের মালিক। এই ধন সম্পদ কি পারলো তাদের মৃত্যু থেকে বাচাতে??

পারলো না তো! তাহলে কেন ভাই এই মহামারির সময়ও ধন সম্পদ দিয়ে বড়াই করেন? কেন অসহায়, গরীব, দুঃখী মানুষের মাঝে এক টাকা বিতরণ করতে আপনাদের কলিজা ফাটে কেন ভাই?

মৃত্যু যখন আসবে তখন কেউ আমাদের বাচাতে পারবে না। তাই ভাই বৃত্তবান সবার কাছে আমার একটাই অনুরোধ এই করোনা মহামারীর সময় নিজের যতোটুকু আছে তার মধ্যে থেকেই অসহায়, গরীব, দুঃখী মানুষদের পাশে এসে দাড়ান। কারণ দেশের এ পরিস্থিত মধ্যে আমাদের একে অপরের পাশে থাকা একান্ত দায়িত্ব ও কর্তব্য।

মহামারী এই করোনাকে আমাদের প্রতিরোধ করতে হলে আমাদের অবস্যই অবশ্যই গণসচেতনতা গড়ে তুলতে হবে কারণ গণসচেতনতাই পারে এই মহামারী এই করোনা থেকে আমাদের সবাই বাচাতে। তাই নিজ নিজ এলাকায় গনসচেতনতা গড়ে তুলি। নিজে সচেতন হই এবং অপনজনকে সচেতন করি।

1
$ 0.00
Sponsors of ruhul112
empty
empty
empty

Comments

Allah tala mritto sokolar jonno likhachan choto boro dakha mrittu ase na kintu ata kichu manus janaw na janar vab dhore duniyate onnai kore jacha adar sas kothai allah jane

$ 0.00
4 years ago

কারো পৌষ মাস কারো সর্বনাশ !কথাটা বলার কারণ এটাই যে কেউ কেউ না খেতে পেয়ে কষ্ট পাচ্ছে।আবার কেউ কেউ এই গরিবের সম্পদ আত্মসাৎ করে নিয়ে বড় হচ্ছে।

$ 0.00
4 years ago