সে ছিল এক মরীচিকা, যার পিছনের ছুটে গিয়েছিলাম বহুদুরে।
অনেক আশায় হাটতে হাটতে পাড়ি দিয়েছিলাম অজানা এক স্বপ্নের জগতে।
কিন্তু মাঝপথে থমকে গেল সেই স্বপ্ন, যেমন করে দমকা হাওয়া এসে ওলোট পালোট করে দেয় তাসের ঘর। কিংবা সমুদ্রের ঢেউ যখন আছড়ে পড়ে, সাধের বানানো বালির রাজপ্রাসাদের ওপর,
ঠিক তেমন করে, বন্ধু তুমি ছিলে এক মরিচিকা।
এখনো তোমার স্মৃতি আমার দুচোখের পাতায়, প্রকৃতি ছিলাম আমি আর তুমি ছিলে তার সৌন্দর্য, সে প্রকৃতিতে ছিল বসন্তের রঙিন ছোয়া।
আজ সে মেঘের ঘনঘটায় তন্দ্রাচ্ছন্ন, চিরবর্ষার ম্লান মুখে সাজানো হাসির আমেজ।
তোমার স্মৃতি আমায় আজও মনে করায়, অতীতে ফেলে আসা দিনগুলো কে।
কতোই না ভালোবাসবে বলেছিলে আমাকে, রঙির স্বপবন ঢেলে দিয়েছিলে দুচোখের পাতায়।
তবে আজ কোথায় গেলো, কোথায় গেল সেই প্রতিশ্রুতি??
জীবনটাকে শুধু তোমার রঙে রাঙাতে চেয়েছিলাম,
সেটাই কি ছিল আমার অপরাধ? উত্তর বাকি রেখেই চলে গেলে।
ব্যর্থ আমি....ব্যর্থ আমার আশা।
1
3
Written by
ruhul112
ruhul112
4 years ago
I am very interested to read out this post. Your article is very outstanding. Keeping your writing style. You may be good writer.