0
3
মনের কাছেই থাকা ওই মানুষগুলি
কপচাই শুধু ভালোবাসার মুখের বুলি।
আরশিনগরের বাসিন্দা ওরা,
চোখে লাগানো আছে আস্ত ঠুলি।
সুবিধা মতো সুযোগ নেওয়া
অতীতের ঘাত প্রতিঘাত,
স্বার্থলাভে বেড়াই নখ ও দাত।
সুযোগ বুঝে চালায় ওরা,
ল্যাং মারামারি ও গুপ্ত হাত।
স্নেহ, মায়া, ভালোবাসারও হয় ব্যবহার
এই না হলো ভাগ্যের মার?
মানুষ এতো নিচে নামে কেমনে
জিতেও ওরা মানছে হার।
চোখ উল্টাতে উস্তাদ ওরা,
যার কাছে পায় যত উপকার।
রূপ বতলাতে ওরা গিরগিটি সব
প্রতিদানে ফেরায় শুধু অপমানের মনিহার।
মানুষগুলোর এই মন ভোলা
কেমনে করবো হেলাফেলা।
তবুও তাদের এই উপেক্ষা,
জেনেশুনেও অনুরোধে ঢেকি গেলা।
পৌছায় নির্লজ্জাতার শেষ সীমায়
বারবার, কতোবার তাদের করকো ক্ষমা??
তবু কেন বারবার যায় ভুলে,
এই স্বভাব কি যাবে না আর ম'লে?